আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আজ আবহাওয়া দপ্তর  জানিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন আজ শহরের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভারি বৃষ্টিপাতের পর জম্মু-রাজৌরি-পুঞ্চ মহাসড়কটি বিশাল ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে।

বৃষ্টি অব্যাহত। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে রয়েছে। এর মধ্যে জম্মু অঞ্চলে একটি সতর্কতা জারি করা হয়েছে। মূলত জনগণকে সতর্ক থাকতে, সাবধানতা অবলম্বন করতে এবং ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

জানা গিয়েছে, গত ২৪ ঘন্টা ধরে জম্মু অঞ্চলের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কাটরায় বৈষ্ণো দেবীর পুরাতন ট্র্যাক এবং পুঞ্চে একটি স্কুলে ভয়ানক ভূমিধস হয়েছে। খবর পাওয়া গিয়েছে, এই ঘটনায় একজন বৈষ্ণো দেবী তীর্থযাত্রী এবং একজন ছাত্র সহ দুইজনের মৃত্যু হয়েছে।

সূত্রে আরও জানা গিয়েছে, কাটরায় মাতা বৈষ্ণো দেবীর পুরাতন ট্র্যাকে ভূমিধসের সময় একজন তীর্থযাত্রী নিহত হন৷ আরও প্রায় বারো জন গুরুতর আহত হয়েছেন।

পুঞ্চে, ভারি বৃষ্টিপাতের ফলে একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বাইঞ্চ কালসান গ্রামে, একটি সরকারি স্কুলে বিশাল ভূমিধসে এক ছাত্র নিহত এবং আরও চারজন আহত হয়েছে। এক কর্মকর্তারা জানিয়েছেন, জম্মুর কাছে একটি পাথর পড়ে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

আরও পড়ুনঃ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন! মৃতদেহ 'দৃশ্যম' স্টাইলে পুঁতে রাখেন স্ত্রী, সত্য জানলে শিউরে উঠবেন আপনিও...

রাজৌরির বেশ কয়েকটি অংশে আকস্মিক বন্যার খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দপ্তর তরফে লোকজনকে ঝুঁকিপূর্ণ এলাকায় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরেক দিকে, সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) রাজৌরির পীর পাঞ্জাল অঞ্চলের পাহাড়ি এলাকায় রাস্তা নির্মাণের কাজ করছে। কোটরাঙ্কা, সামোট এবং বুধলের মতো বাজার এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কমানোর উদ্দেশে এই পদক্ষেপ।

'যেখানেই জলাবদ্ধতার সমস্যা রয়েছে, বিশেষ করে বাজার এলাকায়, আমরা কংক্রিটের ফুটপাথ নির্মাণ করছি,' বিআরও ইঞ্জিনিয়ার সঞ্জয় শর্মা বলেন। 'বাজারের ড্রেনগুলি প্রায়শই আটকে থাকত। এর ফলে রাস্তায় জল উপচে পড়ত। আমরা এখন সেই এলাকাগুলিকে কংক্রিটের ফুটপাথ দিয়ে ঢেকে দিয়েছি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তার অংশগুলিও মেরামত করছি," সঞ্জয় শর্মা আরও বলেন।

প্রসঙ্গত সোমবার জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়  লাল সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। পাশপাশি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর মঙ্গলবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়েছে। 

চলতি মাসের ২৩ থেকে ২৭ জুলাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভারতের বেশ কিছু জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে কেরালা, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ এবং ছত্তিশগড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।