আজকাল ওয়েবডেস্ক:‌ শারীরিক অসুস্থতা। আচমকাই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতাই কারণ বলে তিনি জানিয়েছেন রাষ্ট্রপতিকে। 
এটা ঘটনা ধনখড়ের আগে অন্তত দু’‌জন উপরাষ্ট্রপতির পদ থেকে মেয়াদ শেষের আগেই সরে গিয়েছিলেন। 
ভিভি গিরি:‌ উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি সরে যান ১৯৬৯ সালের ২০ জুলাই। তার কারণ আচমকাই তৎকালীন প্রেসিডেন্ট মারা যান জাকির হোসেন। সেটা ১৯৬৯ সালের মে মাস। তবে গিরি অন্তবর্তীকালীন নেতা ছিলেন। ছিলেন কংগ্রেসের একনিষ্ঠ সদস্য।
আর ভেঙ্কটারামন:‌ ১৯৮৪ সালের আগস্টে তিনি দেশের উপরাষ্ট্রপতি হন। কংগ্রেসই তাঁকে মনোনীত করেছিল। তবে ১৯৮৭ সালে তিনি দায়িত্ব ছেড়ে দেন। কিন্তু পরবর্তীতে তিনি দেশের ১৯৯২ অবধি দেশের রাষ্ট্রপতির পদ সামলেছিলেন।  

তবে এটা ঘটনা ১৯৭৮-৭৯ সালে রাজস্থানের বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক উত্তীর্ণ হন ধনখড়। আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ দিন রাজস্থানের হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন ধনখড়। ১৯৮৯ সালে রাজনীতিতে পা দেন। সেই বছর রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের প্রার্থী হয়ে লড়েন। জেতেনও। ১৯৯০ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। পরে বিধানসভা নির্বাচনেও লড়ে জেতেন। ২০০৩ সালে বিজেপি যোগ দেন।

২০১৯ সালে ধনখড়কে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠায় নরেন্দ্র মোদীর সরকার। তবে রাজ্যপাল থাকাকালীন বাংলার শাসকদল তৃণমূলের সঙ্গে প্রায়ই নানা কারণে সংঘাত বাধত তাঁর। ধনখড়ের জমানায় রাজভবন এবং নবান্ন সংঘাত চরমে উঠেছিল। পরে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে কেন্দ্র। ২০২২ সাল থেকে সেই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সোমবার সেই পদ ছাড়লেন। এখন তাঁর জায়গায় কাকে উপরাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়।