জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা সুবান রায়। সেই সুখবর নিজেই দিলেন অভিনেতা। বহু বছর ধরে টলিউড অভিনয় করছেন তিনি, তবে এইবার নতুন শুরুর সিদ্ধান্ত নিলেন সুবান। এই মুহূর্তে স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে ফন্টে চরিত্রে অভিনয় করছেন সুবান। ইতিবাচক এবং নেতিবাচক বিভিন্ন ধরনের চরিত্রে দর্শক আগে তাঁকে দেখেছেন।

মুখ্য চরিত্রে অভিনয় না করলেও পার্শ্বচরিত্রে অত্যন্ত পরিচিত মুখ সুবান। তবে শুধু অভিনেতা হিসেবেই দর্শকদের সামনে থাকতে চান না তিনি, তা ভেবেই নতুন কাজের পরিকল্পনা। ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে একসময় খবরের শীর্ষে তার নাম থাকলেও নিজের কাজের জন্যই শুধুমাত্র পরিচিত হতে চান তিনি। তাই অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনার দায়িত্ব নিয়ে নিয়েছেন সুবান।
পরিচালক হিসেবে শুধু একটা কাজ নয়, একাধিক কাজের পরিকল্পনা রয়েছে তাঁর। প্রথম কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। যেখানে তিনি অভিনেতা নন শুধুমাত্র পরিচালক। টলিউডে এখন অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কাজ করতে দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের। অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যবসা শুরু করেছেন একাধিক তারকা। আসলে অভিনয় জগতে বরাবর অনিশ্চয়তা বেশি, বর্তমানে হয়তো তা আরও বাড়ছে। সেই কারণে ভবিষ্যতের জন্য অন্য রাস্তা খুলে রাখছেন তারকারা। এবার সেই সিদ্ধান্ত নিলেন সুবান রায়ও।
আরও পড়ুন: ২১-এর মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন শতাব্দী রায়! ঠিক কী হয়েছিল? জানালেন সাংসদ-অভিনেত্রী
নানা চরিত্রে দর্শকদের সামনে নিজেকে আনার পর এবার একদম নতুনভাবে হাজির হতে চলেছেন তিনি। এখন শুধুই নিজের কাজে ফোকাস করছেন সুবান। অভিনয় এবং নতুন কাজ নিয়ে এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত তিনি। তবে কী পরিচালনা করতে চলেছেন সুবান? কোন কাজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে টলিউডের এই অভিনেতার?

প্রথমবার একটি মিউজিক ভিডিও পরিচালনা করলেন সুবান রায়, ইতিমধ্যেই যা ইউটিউবে দেখতে পাচ্ছেন দর্শক। এই মিউজিক ভিডিওতে শুধুই পরিচালনার দায়িত্বে তিনি, অভিনয় করেননি। মিমি প্রোডাকশন প্রযোজিত 'প্রেমেতে খরচা আছে' মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বে সুবান। যেখানে গান গেয়েছেন কৌশিক বাগচী এবং মিমি হালদার ও রাজ চন্দ্র।
সুবানের কথায়, "পরিচালনার ভাবনা চিন্তা ছিল আগে থেকেই। প্রথমবার একটি মিউজিক ভিডিও দিয়ে পরিচালনার কাজ শুরু করলাম তবে এরপর আরও অনেকগুলো কাজ করার পরিকল্পনা রয়েছে। এই কাজটি হয়ে গিয়েছে। পরের গুলোও খুব শীঘ্রই শুরু করব।"
আপাতত মিউজিক ভিডিও দিয়ে নিজের হাত পাকিয়ে নিচ্ছেন এই নতুন পরিচালক। টলিউডের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের সফল পরিচালক হিসেবে দেখেছেন দর্শক। এই মুহূর্তে যাদের মধ্যে অন্যতম অবশ্যই পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য, রয়েছেন তথাগত মুখোপাধ্যায়ের মতও একাধিক তারকা। তিনি ছোটপর্দায় অভিনয় করার পাশাপাশি বড়পর্দায় পরপর পরিচালনা করে চলেছেন। সম্প্রতি দর্শক দেখতে পাবেন অভিনেত্রী রূপসা গুহ পরিচালিত তাঁর প্রথম ছবি। এই কারণে অবশ্য অভিনয় জগত থেকে দূরে ছিলেন রূপসা। তবে সুবান এই দুই কাজ একসঙ্গে চালিয়ে যেতে চান, অভিনয় ছাড়ার কথা তিনি কখনওই ভাবেন না। তবে অভিনয়ের পাশাপাশি পরিচালনা করে যাবেন সুবান। অভিনেতা হিসেবে যতটা ভালবাসা পেয়েছেন পরিচালক হিসেবেও দর্শক তাঁকে পছন্দ করবেন এমনটাই আশা করেন তিনি।
