আজকাল ওয়েবডেস্ক: চেনা ছন্দে বর্ষা। এক নিম্নচাপ যেতে না যেতেই, আবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরেই ফের একটানা পাঁচদিন টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। চলতি সপ্তাহে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হল একাধিক জেলায়। জারি কমলা, হলুদ সর্তকতাও। কবে, কোথায় চরম দুর্যোগ, দেখে নিন একনজরে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার দুপুর তিনটে থেকে আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দুপুরের পর হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। 

আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কম থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে। বুধবার থেকে টানা চারদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: 'কুচি কুচি করে কাটব', হবু স্ত্রীর পছন্দ হয়নি লেহেঙ্গা, দোকানদারকে খুনের হুমকি যুবকের! শিউরে ওঠা দৃশ্য প্রকাশ্যে

শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

রবিবার শুধুমাত্র পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি নেই। 

অন্যদিকে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। 

শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে‌‌। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

ভারী বৃষ্টির জেরে নীচু এলাকাগুলিতে জল জমতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে কমতে পারে দৃশ্যমানতা। এই আবহাওয়ায় স্থানীয়দের ও পর্যটকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের সব নদীতে জলস্তর ফের বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমির ও ফসলের। জল জমতে পারে রাস্তাঘাট ও নীচু এলাকায়।