আজকাল ওয়েবডেস্ক: অতিবৃষ্টি, অনাবৃষ্টিতে জেরবার মহারাষ্ট্রের কৃষকরা। তাঁদের নাভিশ্বাস তোলার জোগাড়। এই পরিস্থিতিতে সে রাজ্যের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে বিধানসভায় অধিবেশন চলাকালীন নিজের আসনে বসে মন দিয়ে অনলাইন গেম রামি সার্কেল খেলছেন! মন্ত্রীর সেই খেলার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। 

সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ভিডিও-টি শেয়ার করেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-র (শারদচন্দ্র পাওয়ার) নেতা রোহিত পাওয়ার। বিধানসভায় বসে মন্ত্রীর অনলাইনে গেম খেলার ঘটনায় তিনি মন্ত্রী এবং সরকারকে বেজায় আক্রমণ করেছেন।

রোহিত ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি (শারদচন্দ্র পাওয়ার) প্রধান শরদ পাওয়ারের নাতি। মন্ত্রী মানিকরাও কোকাটে বর্তমানে ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার) গোষ্ঠীর বিধায়ক। কোকাটে সিন্নার বিধানসভার প্রতিনিধি। 

?ref_src=twsrc%5Etfw">July 20, 2025

ভাইরাল ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে রোহিত পাওয়ার লিখেছেন, "রাজ্যে কৃষি সমস্যা বাড়ছে, প্রতিদিন প্রায় আটজন কৃষক আত্মহত্যা করার করছেন। এরপরও ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী গোষ্ঠী বিজেপির সঙ্গে পরামর্শ ছাড়া কিছুই করতে পারে না। রাজ্য়ের কৃষিমন্ত্রীরও আর কিছু করার নেই, কিন্তু তাঁর মনে হচ্ছে রামি খেলার সময় আছে। এই বিপথগামী মন্ত্রীরা এবং সরকার কি কখনও ফসল বীমা, ঋণ মকুব এবং মূল্য সহায়তার দাবিতে কৃষকদের মরিয়া আবেদন শুনবে? মাঝে মাঝে দরিদ্র কৃষকদের জমিতে এসো, মহারাজ?"  

এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে এই ঘটনার জন্য মন্ত্রী মানিকরাও কোকাটের পদত্যাগ দাবি করেছেন। খোলসা করেছেন বিজেপি, শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি (এপি) জোট সরকারের অবস্থানের দ্বন্দ্ব তুলে ধরেছেন। সুপ্রিয়া সুলের দাবি,, সরকার যখন দাবি করছে যে- পরিবার ধ্বংসের জন্য অনলাইন গেম বন্ধ করছে, তখন রাজ্যের একজন মন্ত্রীকে বিধানসভার অধিবেশনের সময়ে নিজের আসনে বসে  রামি খেলতে ব্যস্ত।

আরও পড়ুন-  ছিল ব্যক্তিগত রেলস্টেশন, তাঁর প্রাসাদ পর্যন্ত পোঁছে যেত ট্রেন! চেনেন এই ভারতীয় নবাব-কে?

সুপ্রিয়া সুলের আরও দাবি, "মহারাষ্ট্রের কৃষিমন্ত্রীর একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যখন সংসদ অধিবেশন চলছিল এবং বিতর্ক হচ্ছিল, তখন মন্ত্রী তাঁর মোবাইলে রামি খেলছিলেন... তিন মাসে ৭৫০ জন কৃষক আত্মহত্যা করেছেন এবং মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী এই গেম খেলছেন। এই নোংরা কাজের জন্য তার পদত্যাগ করা উচিত; অন্যথায়, মুখ্যমন্ত্রীর তাঁকে অপসারণ করা উচিত।" 

মহারাষ্ট্র বিধানসভার বিরোধীদলীয় নেতা আম্বাদাস দানভেও মন্ত্রীর সমালোচনা করে বলেন, "মহারাষ্ট্রের কৃষকরা আজ সংকটে আছেন - কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হয়েছে, আবার কিছু অঞ্চলে ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে কৃষকরা গভীরভাবে চিন্তিত। তবুও, রাজ্যের কৃষিমন্ত্রী অসংবেদনশীলতা প্রদর্শন করছেন। বিধানসভা অধিবেশন চলাকালীন তাঁকে তাঁর মোবাইল ফোনে রামি খেলতে দেখা গিয়েছে। এমন একজন কৃষিমন্ত্রীকে কমপক্ষে এক মাসের জন্য তাঁর মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা উচিত।"

এই দাবির সঙ্গে সহমত এনসিপি (এসপি) নেতা জিতেন্দ্র আওহাদ। মন্ত্রী কোকাটেকে ব্যঙ্গ করে একটি গ্রাফিক্স পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি রামি গেমের প্রচার করছেন ক্যাপশন-সহ, "কৃষকরা, গ্যারান্টি ভুলে যাও... রামি খেলো।"