আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে ফের এক নৃশংস ঘটনা ঘটেছে৷ ৩৮ বছর বয়সী এক বেকারি মালিককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে আইসক্রিম দেওয়ার অজুহাতে নিজের বেকারির দোকানে ডেকে দোকানের ভেতরেই মাত্র নয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। সোমবার গভীর রাতে উত্তর বেঙ্গালুরুর বিদ্যারণ্যপুরার এমএস পালিয়া সার্কেল এলাকায় নৃশংস এই ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে উত্তপ্ত স্থানীয় এলাকা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শিশুটি তার মায়ের সঙ্গে কাছের একটি মেডিকেল স্টোরে গিয়েছিল। ওষুধ কেনার পর, শিশুর মা কিছু টাকা দিয়ে তাকে এক দোকানে আইস্ক্রিম কিনতে পাঠান। এরপর সে কিছু দূরে একটি বেকারি দোকান থেকে আইসক্রিম কিনতে যায়। খবর অনুযায়ী, বেকারির ভেতরে দোকানের মালিক অভিযুক্ত সতীশ একা ছিলেন। এরপর শিশুটি বেকারিতে প্রবেশ করতেই সে পাশবিক আচরণের শিকার হয়।

সূত্রে জানা গিয়েছে, আইসক্রিমের টোপ দেখিয়ে অভিযুক্ত সতীশ শিশুকে নিজের দোকানে ডাকেন। এরপর তাকে প্রলুব্ধ করে দোকানের একেবারে ভেতরে নিয়ে যান। দোকানের ভেতরেই এক নির্জন কোণে তাকে যৌন হেনস্থা করেন। বেশ খানিক্ষণ ধরে শিশুটি ফিরে না আসায় তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। তৎক্ষণাৎ তার নাম ধরে ডাকতে শুরু করেন তিনি। এরপর শিশুটি বেকারি থেকে দৌড়ে বেরিয়ে আসে। কিছুক্ষণ চুপ করে থেকে তার মাকে এই পুরো মর্মান্তিক ঘটনাটি জানায়।

ঘটনার জেরে শিশুর মা তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে যান। পুরো ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে, পুলিশ পরের দিন সতীশকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর অনুযায়ী, শীঘ্রই অভিযুক্তকে আদালতে হাজির করা হবে।

কর্তৃপক্ষ ভারতীয় ন্যায় সংবিধানের (BNS) এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিশুদের যৌন অপরাধের (POCSO) আইনের অধীনে অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ অটো থামিয়ে আচমকা ইন্সটাগ্রামে তেলেগু অভিনেত্রীর ছবি স্ক্রল! চালকের বেপরোয়া আচরণে যাত্রী নাজেহাল, ভাইরাল হতেই

প্রাথমিক তদন্তের ভিত্তিতে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে শিশুর কোনও গুরুতর শারীরিক আঘাত লাগেনি। সূত্রে জানা গিয়েছে, যৌন হেনস্থার শিকার শিশুর নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে আইনি প্রোটোকল এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নাবালিকার পরিচয় গোপন রাখা হয়েছে।

বর্তমানে পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণ  তদন্ত জারি রয়েছে। যথাসময়ে আরও বিস্তারিত জানানো হবে। অভিযুক্তকে জেরা করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷  ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত জারি রয়েছে। এর বিরুদ্ধে দ্রুত আইননি পদক্ষেপ নেওয়া হবে এমনটা আশ্বাস দেওয়া হয়েছে।