আজকাল ওয়েবডেস্ক:  নির্জন, শান্ত, ছবির মতো গ্রাম অলিংটন যেন হঠাৎ করে পরিণত হয়েছে এক বিশাল কামোৎসবের মঞ্চে। লিঙ্কনশায়ারের গ্রান্থামের উপকণ্ঠে অবস্থিত এই ছোট্ট গ্রামে চলছে ব্রিটেনের ‘সবচেয়ে বড়’ যৌন উৎসব—‘Swingathon’। চার দিনের এই উৎসবকে কেন্দ্র করে এক হাজারেরও বেশি ‘সুইঙ্গার’ বা যৌনসঙ্গী পরিবর্তনে আগ্রহী মানুষ হাজির হয়েছেন নির্জন মাঠে, যেখানে “বাট-প্লাগ বিঙ্গো” থেকে শুরু করে “মোবাইল ডানজিয়ন”, “ফোম পার্টি”, “পোল ডান্সিং”, হরেকরকম স্টলের আয়োজনও রয়েছে। আয়োজকেরা বলছেন, এবার উৎসব আগের চেয়ে “বড়, সাহসী ও আরও বর্ণময়”। অংশগ্রহণকারীদের জন্য রয়েছে “বুকেবল প্রাইভেট প্লে এরিয়া”, যেখানে ব্যক্তিগত রুচি ও চাহিদা অনুযায়ী সঙ্গীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকছে। এই উৎসব ঘিরে যেমন স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজ, তেমনই আবার হাস্যরসের উৎসও হয়ে উঠেছে। এক গ্রামবাসী সংবাদমাধ্যমকে বলেন, “আমরা এই ঘটনাটিকে বেশ হাস্যকর বলেই মনে করি। তবে যেন এই দুষ্টুমি গ্রামের ভেতরে না আসে, তাহলেই শান্তি!”

আরও পড়ুন: সারা বছরই পাওয়া যায়, বাড়ির আশেপাশে তাকালেই মিলবে এই সবজি, প্রাকৃতিক ওষুধের 'হিডেন জেম'

Swingathon কেবল একটি যৌন মিলন উৎসব নয়, এটি একেবারে একটি “অল্টারনেটিভ লাইফস্টাইল” ফেস্টিভ্যাল। এ বছর উৎসবের অংশ হিসেবে যুক্ত হয়েছে আরও একটি অনুষ্ঠান—FetFest, যা মূলত নানা ফেটিশপ্রেমী মানুষদের জন্য। এখানে থাকছে—হট টাব পার্টি, বাট-প্লাগ বিঙ্গো, পোল ডান্সিং, “নেকেড অ্যাট্রাকশন”-স্টাইল প্রতিযোগিতা, হুইপ ছোড়ার অনুশীলন এলাকা, ড্র্যাগ ও বুরলেস্ক পারফরম্যান্স, আগুন খেলা ও অ্যাক্রোব্যাটিক শো, "সেন্সুয়াল" মাসাজ জোন, ডান্স মিউজিক ও কমেডি অ্যাক্ট। উৎসবের টিকিট মূল্য ছিল ২৬৫ পাউন্ড, এবং আয়োজকেরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার অংশগ্রহণকারী দ্বিগুণ হয়েছে। অংশগ্রহণকারীদের অনেকেই ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তাঁরা তাঁদের পরিচয় গোপন রাখতে সচেষ্ট, তবে উৎসবের পরিবেশকে ‘বন্ধুত্বপূর্ণ এবং মুক্ত’ বলেই উল্লেখ করেছেন।

এই কামোৎসব নিয়ে অলিংটনের বাসিন্দাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদল বাসিন্দা এটিকে ‘বিনোদন’ হিসেবেই দেখছেন, আবার অনেকে এই ধরনের কার্যকলাপকে নিজেদের গ্রাম্য পরিবেশের পরিপন্থী মনে করছেন। গ্রামের একমাত্র পানশালার বারম্যান জন রবার্টস বলেন, “সবাই এ নিয়ে রসিকতা করছে, তবে ভালোই লাগছে যে ওরা গ্রামে এসে কিছু করছে না। মাঠেই থাকে সব কিছু।” অন্যদিকে এক প্রবীণ বাসিন্দা বলেন, “আগের বছর রাতভর চিৎকার-চেঁচামেচিতে ঘুম হয়নি, এবারও তেমন কিছু হলে পুলিশে জানাব।”

গত বছর দক্ষিণ কেস্টেভেন জেলা পরিষদের পক্ষ থেকে লাইসেন্স নিয়ে আপত্তি উঠলেও, এ বছর আয়োজকেরা ‘টেম্পোরারি ইভেন্টস নোটিশ’ (TEN) পেয়ে গিয়েছেন। এমনকি পুলিশ বাহিনীও আপত্তি করেছিল জননিরাপত্তা ও শিশুদের সুরক্ষার কথা তুলে ধরে। তবুও স্থানীয় কর্তৃপক্ষ এ বছর অধিকতর সহযোগিতামূলক ভূমিকা নিয়েছে। Swingathon-এর অন্যতম সংগঠক ম্যাথিউ কোল বলেন, “গত বছর আমাদের প্রচুর ঝামেলা পোহাতে হয়েছিল, তবে এবার প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে এবং সবকিছু অনেক সহজ হয়েছে।”

উৎসবের আরেক সংগঠক কেরি ভেলনার বলেন, “আমরা সাধারণ উৎসবের মতোই, শুধু মানুষের পছন্দটা একটু ভিন্ন। এখানে কেউ জোর করে কিছু করছে না, সবাই সম্মতিতে অংশ নিচ্ছে। এটা এক ধরনের সামাজিক মিলনমেলা।” অলিংটন গ্রাম এক সময় পরিচিত ছিল তার একমাত্র পাব, প্রাথমিক স্কুল ও খেলার মাঠের জন্য। বর্তমানে সেই শান্ত গ্রামই পরিণত হয়েছে ব্রিটেনের যৌনমুক্ত উৎসবের মুখপাত্রে। আর এইসব কিছু দেখে, এক কার্ড খেলা মহিলা গ্রামবাসী মন্তব্য করেন—"It's not our cup of tea!"