টলিউডে 'প্রজাপতি বিস্কুট' ছবির মাধ্যমে অভিনয়ে জনপ্রিয়তা পাওয়া শুরু হয়েছিল আদিত্য সেনগুপ্তর। এরপর পর্দায় সেভাবে দেখা যায়নি অভিনেতাকে। তবে ক্যামেরার পিছনে বহু কাজ করেছেন আদিত্য। এবার প্রথমবার ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে আদিত্যকে।
হইচই-এর ওয়েব সিরিজ 'বীরাঙ্গনা'য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। গল্পের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন। সিরিজে আদিত্যকে দেখা যেতে চলেছে সন্দীপ্তার বিপরীতে। আজকাল ডট ইন-এ আদিত্য এই সিরিজে অভিনয় প্রসঙ্গে বলেন, "হইচই-এর সিরিজে প্রথম কাজ। এই গল্পটাই এতটা ইন্টেরেস্টিং যে চরিত্রটায় অভিনয় করতে খুব ভাল লেগেছে। গল্পে আমি সন্দীপ্তার স্বামী। সাধারণত চুপচাপ গোছের মানুষ। স্ত্রীকে সম্মান করে, তার কাজকে সমর্থন করে। তবে কিছু ক্ষেত্রে আবার ধৈর্যচ্যুতি ঘটে তার। শহরে ঘটে যাওয়া বিভৎস ঘটনার সঙ্গে কীভাবে এই চরিত্রটির যোগসূত্র রয়েছে, সেটাই ফুটে উঠবে গল্পে।"
আরও পড়ুন: রণবীর সিং-এর শুটিং ফ্লোরে পাকিস্তানের পতাকা! মুক্তির আগেই নেটিজেনদের কটাক্ষের মুখে 'ধুরন্ধর'
এই সিরিজের ট্রেলার লঞ্চে হয়েছে আলিপুর জেলের ভিতরে। এদিন আদিত্যর কথায়, "ছোটবেলায় মায়ের সঙ্গে আলিপুর জেলের বাইরে দিয়ে যাওয়ার সময় লাল দেওয়াল দেখে খুব ভয় পেতাম। অজান্তেই গা শিরশির করে উঠত। আজ এই জায়গায় এসে একটা অন্য রকম অনুভূতি হচ্ছে। এই সিরিজের মাহাত্ম্যটা যেন আরও বেশি করে ফুটে উঠছে আমার কাছে।"

অভিনয়ে তেমনভাবে দেখা যায় না আদিত্যকে, এই নিয়ে আক্ষেপ বাবা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের। এক সময় আজকাল ডট ইন-কে তিনি বলেছিলেন, "আদিত্য এখনও বেশ ভয় পায় আমায়। আবার কখনও বন্ধুর মতো মেশে। কাজের ক্ষেত্রে কোনও বিষয়ে প্রয়োজন হলে আমার পরামর্শ নেয়। আজকের যুগের ছেলে হয়েও যে অভিজ্ঞতার দাম দেয়, এটাই আমার কাছে গর্বের বিষয়।"
অরিন্দম আরও বলেছিলেন, "আদিত্য একজন দক্ষ অভিনেতা। বছরে চার-পাঁচটা ছবিতে অভিনয় করতেই হবে, এমন আশা আমি করি না। কিন্তু ওর অভিনয়ে থাকাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাল হবে বলে মনে করি। আমি সবসময়ে উৎসাহ দিই যাতে আরও ভাল কাজ করে। ওর মতো মন দিয়ে অভিনয় খুব কম মানুষকে করতে দেখেছি।"
আরও পড়ুন: রাতের বেলায় স্ত্রী-র পা নিয়ে কী করেন রবি কিষণ? অজয় দেবগণের ‘গোপন কথা’ শুনে লজ্জায় লাল নেটপাড়া!
প্রসঙ্গত, ২৫শে জুলাই মুক্তি পাচ্ছে হইচই-এর পরবর্তী অরিজিনাল সিরিজ ‘বীরাঙ্গনা’। ক্রাইম থ্রিলার এই সিরিজ-এর মাধ্যমে বাংলার অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মন্ডল- এর অভিষেক ঘটছে পর্দায়। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্ঝর মিত্র।
সিরিজে ইন্সপেক্টর চিত্রা বসুর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। মায়ের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা সংযমের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। বর্তমানে সে নির্ভীক এবং সাহসী পুলিশ অফিসার। চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সন্দীপ্তা সেন বলেন,“বীরাঙ্গনাতে চিত্রা বসুর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সত্যিই এক যুগান্তকারী অভিজ্ঞতা। এই প্রথমবার আমি একজন মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করলাম। আমি নির্ঝর মিত্র ও হইচই-এর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এমন চরিত্র দিয়েছে।”
