আজকাল ওয়েবডেস্ক: নিলামে দল পেল না রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত। মঙ্গলবার কর্নাটকের মহারাজা ট্রফির নিলাম হয়। এটি কর্নাটকের রাজ্য টি২০ লিগ। এই নিলামে দেবদত্ত পাডিক্কালকে নেওয়ার জন্য দলগুলোর মধ্যে রীতিমতো লড়াই হয়। শেষ পর্যন্ত হাবলি টাইগার্স ১৩.২০ লক্ষ টাকায় কেনে পাডিক্কালকে। অভিনব মনোহর এবং মণীশ পাণ্ডে বিক্রি হয়েছেন ১২.২০ লক্ষ টাকায়। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে বিদ্যার্থ কাবেরাপ্পার। শিবমোগা লায়ন্স তাঁকে কিনেছে ১০.৮০ লক্ষ টাকা দিয়ে। বেঙ্গালুরু ব্লাস্টার্স ৮.৩০ লক্ষ টাকায় কিনেছে বিদ্যাধর পাটিলকে।
রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত ছিলেন ‘সি’ বিভাগে। রাজ্য দলের জুনিয়র ক্রিকেটারদের সেই বিভাগে রাখা হয়েছিল। কিন্তু নিলামের পর বিক্রি হওয়া ক্রিকেটারদের নামের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নেই সমিতের নাম।
১৯ বছরের সমিত গত বছর খেলেছিলেন মাইসোর ওয়ারিয়র্সের হয়ে। ৫০ হাজার টাকায় তাঁকে কিনেছিল মাইসোর। সাতটি ম্যাচ খেলে ৮২ রান করেছিলেন সমিত। সর্বোচ্চ রান ৩৩। তবে বোলিং করার সুযোগ পাননি। আহামরি পারফরম্যান্স নয়। সেকারণেই হয়ত এবার অবিক্রিত থেকে গেলেন দ্রাবিড় পুত্র।
সমিত পেসার অলরাউন্ডার। তবে গত বারের মহারাজা ট্রফিতে তাঁকে দিয়ে বল করানো হয়নি। সাতটি ম্যাচ খেলার পর দল থেকেও বাদ পড়েন। টি–২০ তে খারাপ ফর্মের কারণেই তিনি এবার দল পাননি বলে মনে করা হচ্ছে।
তবে গতবারের কোচবিহার ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন সমিত। ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছিলেন। তবে হাঁটুর চোটের জন্য গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে অনূর্ধ্ব–১৯ ভারতের হয়ে খেলা হয়নি সমিতের। আর এবার নিলামে দল পেলেন না।
এদিকে, সমিত অবিক্রিত থাকলেও দিল্লি প্রিমিয়ার লিগের নিলামে দল পেয়েছে বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীর। দল পেয়েছে বিরাট কোহলির দাদা বিকাশের পুত্র আর্যবীরও।
আরও পড়ুন: জেতার সুযোগ পেয়েও হাতছাড়া, ইউথ টেস্ট ড্র করল বৈভবরা
উল্লেখ্য, বীরুর বড় ছেলে আর্যবীরের নাম অবশ্য ইতিমধ্যেই চর্চিত। দিল্লির অনূর্ধ্ব–১৯ দলের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল। তাই দিল্লি প্রিমিয়ার লিগেও আকাশছোঁয়া দাম পায় বীরু পুত্র। অন্যদিকে, আর্যবীর কোহলি লেগ স্পিনার। বিরাটের কোচ রাজকুমার শর্মার অধীনেই তার প্রশিক্ষণ চলছে।
নিলামে দু’জনের ভাগ্য বেশ আলাদা। ৮ লক্ষ টাকায় শেহবাগপুত্রকে কিনে নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। অন্যদিকে গতবারের রানার্স আপ সাউথ দিল্লি সুপারস্টার্জে যাচ্ছেন কোহলির ভাইপো, মাত্র ১ লক্ষ টাকায়।
একঝাঁক পরিচিত মুখ খেলবেন দিল্লি প্রিমিয়ার লিগে। আইপিএলে আবির্ভাবেই নজর কেড়েছিলেন দিগ্বেশ রাঠি। সেটা তাঁর ‘রহস্যময়’ বোলিংয়ের জন্য তো বটেই, তার সঙ্গে ‘নোটবুক’ সেলিব্রেশনের জন্যও। ৩৮ লক্ষ টাকায় তাঁকে কিনেছে সাউথ দিল্লি সুপারস্টার্জ। খেলবেন ঋষভ পন্থও। নিলামে সর্বোচ্চ ৩৯ লক্ষ টাকা দাম পেয়েছেন পেসার সিমরজিৎ সিং।
২০২৫ আইপিএল নিলামে যেমন ১৪ বছরের বৈভব সূর্যবংশী তাক লাগিয়ে দিয়েছিল। ১ কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল রাজস্থান রয়্যালস। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরানও করেছিল বৈভব। এখন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে ব্যস্ত রয়েছে বৈভব। একটি চার দিনের ইউথ টেস্টও হয়েছে। যাতে অর্ধশতরানের পাশাপাশি দুটি উইকেটও পেয়েছে বৈভব।
