আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় আবার ভয়াবহ দুর্ঘটনা। মাঝ রাস্তা থেকে হঠাৎ খাদের দিকে পিছলে গেল যাত্রীবাহী গাড়িটি। মুহূর্তের মধ্যে গভীর খাদে গড়িয়ে পড়ল সেটি। খাদের নীচে পড়েই গাড়ির সব যাত্রীদের ভয়ঙ্কর পরিণতি। কেউ হারালেন প্রাণ, অনেকেই গুরুতর আহত হলেন। 

ভারী বৃষ্টির মাঝে পাহাড়ি পথে আচমকাই ধস নামে। তা থেকেও কখনও কখনও দুর্ঘটনার কবলে পড়েন যাত্রীরা। এদিকে সতর্ক থাকা সত্ত্বেও ভেজা রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। তা থেকেই ঘটে বিপত্তি। বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি হল একাধিক যাত্রীর। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। মঙ্গলবার ডোডা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে এক পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন একটি টেম্পো ট্রাভেলারের চালক। গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাহাড়ি খাদে পড়ে পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি ডোডা শহরের দিকে যাচ্ছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি পিছলে খাদের দিকে পড়ে। এরপর হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ে খাদের একেবারে নীচে। বিকট শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খানিকক্ষণের মধ্যে উদ্ধারকারী দল, পুলিশ এবং ডিসি ডোডাও ঘটনাস্থলে পৌঁছন। 

আরও পড়ুন: টানা সাতদিন অতি ভারী বৃষ্টি! কবে, কোথায় চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস? রইল মেগা আপডেট

পুলিশ জানিয়েছে, গাড়িটি খাদে গড়িয়ে পড়ার পর পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ভারী বৃষ্টির মাঝেই উদ্ধারকাজেও দেরি হয়েছে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছিল‌। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ডিসি ডোডা হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে ডোডা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ভার্ত গ্রামে। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতালে আরও দু'জনের মৃত্যু হয়েছে।‌ আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করা হবে। আরও সাহায্যের প্রয়োজন থাকলে, পাশে থাকবে সরকার। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। তাঁদের পাশেও থাকবে সরকার।' 

প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারী বৃষ্টির মাঝে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল জম্মু ও কাশ্মীরে। সেই দুর্ঘটনাটি ঘটেছিল রামবান জেলায়। আজকের মতোই গত সপ্তাহে যাত্রীবাহী একটি গাড়ি ৬০০ মিটার পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে‌। গত ১১ জুলাই সেনাবাথির কাছে পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে এস ইউভি গাড়িটি। 

গত সপ্তাহের দুর্ঘটনাতেও পাঁচজন যাত্রীর মৃত্যুর হয়েছিল। আহত হয়েছিলেন আরও একাধিক যাত্রী। সেই দুর্ঘটনার পরেও সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।