আজকাল ওয়েবডেস্ক: মাঠের ভিতরে সানরাইজার্স হায়দরাবাদ কী করছে, তা নিয়ে দর্শকদের খুব একটা আগ্রহ নেই।
কিন্তু গ্যালারিতে মালকিন কাব্য মারান কী করছেন, তা নিয়ে জোর চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে মিম তৈরি হয়। সব সময়ে শিরোনামে থাকেন কাব্য মারান।
সেই কাব্য মারান এবার মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় তিনি যে চর্চা হন, তা ভালই জানেন সানরাইজার্সের কর্ণধার।
সেই তিনিই এক সাক্ষাৎকারে বলেন, ''আপনারা যেগুলো দেখেন, সেগুলো আমার আবেগের বিস্ফোরণ। হায়দরাবাদে খেলা থাকলে আমি চুপ করে বসে থাকি। নড়াচড়া বিশেষ করি না। একমাত্র হায়দরাবাদেই আমি স্থির হয়ে বসে থাকি। আহমেদাবাদ ও চেন্নাইয়ে গেলে আমি বহুদূরে বসে থাকি। কখনও কখনও বক্সে থাকি। ক্যামেরাম্যান আমাকে খুঁজে পায়। এখন বুঝতে পারি আমার মিমগুলো কীভাবে তৈরি হয়।''
কখনও তিনি হাসছেন, কখনও কাঁদছেন। কখনও লাফাচ্ছেন, কখনও আবার দলকে উৎসাহ দিচ্ছেন।
কাব্য মারান মানেই আবেগ আর আবেগ। তাঁর মিম ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হায়দরাবাদের সেই মালকিন বলছেন, ''সানরাইজার্সের হয়ে খেলা দেখার সময়ে আমি হৃদয় হাতে নিয়ে থাকি। হৃদয় এবং মন দিয়ে যদি কোনও কাজ করা হয়, তাহলে সেই কাজের সাফল্য ও ব্যর্থতা ব্যক্তিগত ভাবে নাড়া দিয়ে যায়।''
