আজকাল ওয়েবডেস্ক: হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু তাঁর ভূমিকায় সন্তুষ্ট নন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

প্রথম টেস্টে বাঁ হাতি ওপেনার একাই চারটে ক্যাচ ফেলেছেন। প্রথম টেস্টে দলের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে এই ক্যাচ ফেলা। 

দলের হেডস্যর গৌতম গম্ভীর অসন্তুষ্ট জয়সওয়ালকে নিয়ে। রেভ স্পোর্টসের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গৌতম গম্ভীর দীর্ঘক্ষণ কথা বলেছেন যশস্বীর সঙ্গে। এবং এই কথোপকথনের সময়ে ভারতীয় দলের হেডস্যরকে দেখে মনে হয়নি তিনি সন্তুষ্ট। যশস্বীকে তাঁর ভুল বোঝানোর চেষ্টা করেছেন গম্ভীর। 

প্রথম টেস্টে পিছিয়ে পড়ায় ভারতের উপরে চাপ বাড়ছে। খেলা চলাকালীন যাতে ছোট খাটো ভুল আর না হয়, সেই জন্য়ই সতর্ক ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। 

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে মিডিয়াকে জানিয়েছেন, দ্বিতীয় স্লিপে আর যশস্বীকে রাখা হবে না। দুশখ্যাতে বলেন, ''ক্যাচিং বিভাগে আমরা গভীরতা চাই। ইংল্যান্ডে ম্যাচের একটা সময়ে চার জন ক্যাচারকে রাখতে হবে। যশস্বী খুব ভাল ক্যাচার।'' 

শর্ট লেগ পজিশন খুব গুরুত্বপূর্ণ। দু'জন স্পিনারকে যদি খেলানো হয়, তাহলে ওই পজিশনে একাধিক খেলোয়াড়কে রাখা হবে। যশস্বীকে একটু ব্রেক দেওয়া হবে। ও আত্মবিশ্বাস যাতে ফিরে পায়, সেই বিষয়ে খেয়াল রাখবে ভারতীয় টিম ম্যানেজেমন্ট।