বুধবার ১৬ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

Soukarya Ghosal Mahabrata Basu Anumegha Banerjee exclusively talks on Pokkhirajer Dim movie s origin and Anirban Bhattacharya

বিনোদন | EXCLUSIVE: ঘোঁতন, পপিন্সের আজব দুনিয়ায় যেতে চান? গোপন পথের সন্ধান দিলেন ‘পক্ষীরাজের ডিম’-এর পরিচালক, অভিনেতারা

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৮ জুন ২০২৫ ১৯ : ২০Rahul Majumder


আমরা প্রত্যেকে জীবনের কোনও না কোনও সময়ে এক ‘পক্ষীরাজের ডিম’-এর খোঁজ করি। আশ্চর্য সব স্বপ্ন দেখি। দুরন্ত সব ব্যাপার স্যাপার করি। অন্তত করার ইচ্ছে প্রাণপণে মনে পুষে রাখি। অন্যদের কাছে যা উদ্ভট, আজব কিংবা কিম্ভুত কিন্তু আমাদের কাছে তা হত ভীষণ সত্যি। সেই হয়তো কোনও আশ্চর্য অভিজ্ঞতা, কোনও ছোট্ট স্বপ্ন, বা এমন এক বিশ্বাস — যা আমাদের কঠিন বাস্তবতার মধ্যেও একটু রঙিন করে তুলত। ‘পক্ষীরাজের ডিম’ ছবি যেন সেই স্বপ্নের কথা মনে করিয়ে দেয়, এই ক্রমাগত পিষতে থাকা পৃথিবীতে সেই সহজ অথচ রঙিন স্বপ্ন ফের দেখার সাহস শেখায়। ‘পক্ষীরাজের ডিম’ ইতিমধ্যেই আদায় করে নিয়েছে সমালোচক ও জনতা -দুই মহলের ভূয়সী প্রশংসা।  এবার এই ছবি তৈরির নানান মুহূর্তের ঘটনা, পর্দার ওদিকের না জানা সব ব্যাপার-স্যাপার নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে আড্ডায় মাতলেন ছবির পরিচালক সৌকর্য ঘোষাল ও অন্যতম প্রধান দুই অভিনেতা - মহাব্রত বসু এবং অনুমেঘা ব্যানার্জি। 

 

’পক্ষীরাজের ডিম’ দেখতে দেখতে অদ্ভুত এক ভাললাগার পুকুরে টুপ করে ডুব দিতে দিতে টের পাওয়া যায় ছেলেবেলায় ফেলে আসা সত্যজিৎ রায়ের গল্পের স্বাদ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের মনভালকরা সেইসব আশ্চর্য নিপাট জগতের গন্ধ। এমনকী এক ঝলকে উঁকি মেরে পালিয়ে যায় টিনটিন কমিকসের আশ্চর্য সুন্দর স্মৃতি। কেন এরকম মনে হয়? খানিক হেসে পরিচালকের জবাব, “আমিই তো তাই চেয়েছিলাম যাতে দর্শকের এরকম মনে হয়, মনে পড়ে তাই হয়তো। ক্যামেরায় সৌমিক হালদার না থাকলে তা অবশ্য অসম্ভব হয়ে যেত। যাই হোক, এই ছবি সত্যজিৎ রায়, স্টিফেন হকিংকে ট্রিবিউট জানাতেই তৈরি করা। এ ছবি হওয়ার কথা ছিল সত্যজিতের জন্মশতবার্ষিকীতে। ভেবেছিলাম সে উপলক্ষে কী করা যায়। আসলে আমার ছোটবেলার জীবনের অনেকটা অংশ জুড়েই ছিল সত্যজিতের গল্প, ইলাস্ট্রেশনস, শীর্ষেন্দুর সেইসব দারুণ অদ্ভুতুড়ে উপন্যাস এবং অবশ্যই টিনটিন। একটু বড় হতে ঝোঁক বাড়ল বিজ্ঞানে। স্টিফেন হকিং, আইনস্টাইন নাড়াচাড়া করতে শুরু করলাম। যতটুকু বুঝলাম তাক লেগে গেল। তাই শেষমেশ নিজেই লিখে ফেললাম এই গল্প আর চিত্রনাট্য। খুব চেয়েছি আমার কিশোরবেলায় সেইসব নিঃঝুম দুপুরে সত্যজিৎ, শীর্ষেন্দু আমার মনটাকে যেমন রঙিন করে রাখতেন,আমার কল্পনার জগতকে ওই উঁচুতে নিয়ে যেতেন, দর্শককেও যেন তাঁদের ছেলেবেলায় নিয়ে যেতে পারে। আর ছোটদের নতুন করে ভাবাতে পারে।”

 


আর টিনটিনের ‘লাল বোম্বেটের গুপ্তধন’-এর একটি বিখ্যাত অংশের সিকোয়েন্স তো আছে ছবিতে? শোনামাত্রই শিশুর মতো হেসে উঠে পরিচালক বলে উঠলেন, “একেবারেই তাই। কমিকসে ছিল ‘গুপ্তধন’ আর এখানেও সেটা গুপ্তধন -তবে চিরাচরিত নয়, রূপক হিসাবেই ব্যবহার করেছি। যাঁর কাছে যা অমূল্য অথচ অধরা তা পাওয়া তো গুপ্তধনের-ই সামিল। তাই না?” 

কথা উঠল শিমুলতলা নিয়েও। ছবিতে যার নাম আকাশগঞ্জ। পর্দায় দেখতে দেখতে তা মনে হয় এই জায়গায় বোধহয় শীর্ষেন্দুর ‘পাগলা সাহেবের কবর’-এর পটভূমি কিংবা ‘পটাশগড়ের জঙ্গল’-এর। আবার পরমুহূর্তেই হয়ত মনে হচ্ছে প্রফেসর শঙ্কুর গিরিডির পাড়া, ওই দূরে বয়ে চলেছে উশ্রী নদী। শুনে মাথা নাড়িয়ে স্মিত হেসে পরিচালকের জবাব – “শিমুলতলা আমার ভীষণ প্রিয় জায়গা। কোথাকার মাটি ঝুরঝুরে, নুড়ি পাথরের রং -সব আমার জানা। ওই যে বললাম, আমার এই ছবি সত্যজিৎ-শীর্ষেন্দুকে ট্রিবিউট। পাশাপাশি এটা আমাদের ছোটবেলাকেও মনে করানো,তাই ইচ্ছে করেই, পরিকল্পনা করে এই এসেন্সটা আনার চেষ্টা করেছি।” আর পক্ষীরাজের ডিম? সেটা কী? জবাব আসে – “ ওটা তো রূপক। ওখানেই মিশেছে আমার কল্পনা। ভিনগ্রহী মানুষ এলে ভিনগ্রহী কীটপতঙ্গরা আসতে পারে না কেন আমাদের পৃথিবীতে? আলবৎ পারে, বিশ্বাস আমার। ঠিক যেমন বিশ্বাস করতেন স্টিফেন হকিং। সেখান থেকেই মাইক্রোঅর্গ্যানিজম। ছবিতেও তাই দেখিয়েছি।” 

 

খানিক থেমে সৌকর্য ফের বলে ওঠেন, “আলো সবসময় সরলরেখায় চলে না, প্রাথমিকভাবে বলেছিলেন আইনস্টাইন। এরপর তাতে সায় দিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন হকিং-ও। ছবিতে দেখিয়েছি, আলো যদি সরলরেখায় না চলে, তাহলে কী হয়? কী হতে পারে? সেটাই আমার কল্পনা, ফ্যান্টাসি। আর এই ভাবনা থেকেই ‘পক্ষীরাজের ডিম’-এ চলে আসে ভিনগ্রহের ব্যাপার স্যাপার। তাতে জুড়ে যায় ‘ঘোঁতন’, ‘পপিন্স’ এবং ‘প্রফেসর বটব্যাল’ (অনির্বাণ ভট্টাচার্য)। 

 

 

ছবিতে ‘ঘোঁতন’-এর ভূমিকায় দেখা গিয়েছে মহাব্রত বসু-কে। সৌকর্যের ‘রেনবো জেলি’র পর ফের একবার ঘোঁতনের জামা পরেছেন মহাব্রত। এবং বড় সুন্দর করে তা পরেছেন। তাঁর কথায়, “আমাদের প্রত্যেকের ভিতরেই একজন ঘোঁতন রয়েছে। অনেকের ক্ষেত্রে সে ছোটবেলায় হারিয়ে গিয়েছে, কারও কারও মনে সে এখনও আছে, কিন্তু ঘুমিয়ে আছে। এ ছবি সেইসব ঘোঁতনদের জন্য। সৌকর্যদা হাতে ধরিয়ে অভিনয় শিখিয়েছেন, দিনের পর দিন ওয়ার্কশপ করিয়েছেন। আমিও সাধ্যমত চেষ্টা করেছি।” অল্প চুপ করেই তড়বর করে সহজ ভঙ্গিতে মহাব্রত বলে ওঠেন, “এই ছবিতে যা দৌড়েছি না! ব্যাপারে বাপ্! একবার তো শুটিংয়ের সময় দৌড়তে দৌড়তে গভীর করে কাটা নালার মধ্যে পড়েই গেছিলাম! গরু যাতে পালাতে না পারে তার জন্য ওসব খুঁড়ে রাখা হয়, আর আমি গিয়ে পড়েছিলাম ওর মধ্যে। খুব আনন্দ পেয়েছি এই ছবিতে অভিনয় করে। ভবিষ্যতেও সুযোগ পেলে অভিনয় করতে চাই!” হাসতে হাসতে বলে ওঠেন ‘ঘোঁতন’। 

 

 

পাশ থেকে ‘পপিন্স’ অর্থাৎ অনুমেঘা একেবারে নিজের চরিত্রের ভঙ্গিতেই মিষ্টি অথচ সুচারু ভঙ্গিতে জানালেন, অন্য কাউকে নয়, তিনি নিজের সঙ্গেই পপিন্স -এর ভারি মিল খুঁজে পান। তিনি যতুটুকু ছবিতে অভিনয় করেছেন তা হাতে ধরে শিখিয়েছেন তাঁর 'দাদা' অর্থাৎ ছবির পরিচালক।  জানালেন মহাব্রত-র সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা, অনির্বাণ ভট্টাচার্য কতটা সাধারণ সেকথাও স্পষ্টভাবে জানাতে ভুললেন না অভিনেত্রী – “মহাব্রতদার সঙ্গে তো আড্ডা হতই... আর আমার যেহেতু অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে খুব আগ্রহ তাই সেসবের নানান বিষয় নিয়ে আড্ডা মারতেন অনির্বাণদা। জানতে চাইতেন। এতবড় তারকা হয়েও খুব সাধারণ তিনি। আমাদের অভিনয়ের টুকটাক টিপস দিয়েছেন গল্পছলেই।” অনুমেঘা এখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী। মিষ্টি হেসে জানান, এখন স্কুলের বন্ধুরাও তাঁকে ‘পপিন্স’ বলে ডাকতে শুরু করেছেন। 


    
তবে শুধুই মজা, জিয়া নস্ট্যাল করা ছাড়াও এই ছবির পরতে পরতে ধরা পড়েছে জীবন যাপনের গুরুত্বপূর্ণ দর্শন।  ভীষণ সোজাসাপটা ভঙ্গিতে। যা বুঝতে পারলে মনকেমন করে ওঠে। তাই তো আড্ডার শেষে সৌকর্য সে প্রসঙ্গে বলে ওঠেন -“ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাই ছবিতেও বলার চেষ্টা করেছি, যে মানুষ যতই সফল হোক না কেন তিনি যদি নিজের দেশের মাটিকে অস্বীকার করেন তাহলে কোনওদিনও মহান হয়ে উঠতে পারবেন না! দেশকে ভালবাসতে হবে।”

 

আসলে, বয়সের ভারের তোয়াক্কা না করেই প্রতিটা মানুষের মধ্যেই লুকিয়ে আছে নিজের এক নিজস্ব জগৎ — যেখানে বাস্তব আর কল্পনা হাত ধরাধরি করে। এবং তাকেই উস্কে দেয় 'পক্ষীরাজের ডিম'। এ ছবি যেন যেন এক নরম রোদের দুপুর — চোখ ছলছল করে ওঠে, আবার পাক খেয়ে উঠে আসে নির্ভেজাল হাসিও। ‘পক্ষীরাজের ডিম’ মনে করিয়ে দেয়, জীবন যতই জটিল হোক, একটু নির্ভেজাল ভাললাগা, কিছু ছোট ছোট বিশ্বাস, আর একটু স্বপ্ন দেখার জেদ থাকলেই শেষপর্যন্ত সব ঠিক হয়ে যায়।


নানান খবর

সলমনের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর ঘোষণা আসছে কয়েক দিনের মধ্যেই? বড়সড় মন্তব্য কবীর খানের

বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা, পুত্র না কন্যা সন্তান এল জুটির কোল আলো করে?

'সাহেবকে বদনাম করার জন্যই এটা করা হয়েছে'- নগ্ন ভিডিও নিয়ে মুখ খুললেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়

“…ব্যস্ত আছি”—রুক্মিণী নেই, তাহলে ‘প্রজাপতি ২’ শেষে কোন প্রিয়জনদের সঙ্গে স্কটল্যান্ড সফরে দেব?

ফিরল হ্যারি পটার! প্রথম লুকেই মন কাড়লেন নতুন এই শিশু শিল্পী, চেনেন নাকি তাকে?

বিয়ের ১১ বছর পরেও কেন সন্তান হয়নি জন আব্রাহামের? দাম্পত্যে না শরীর-কোথায় রয়েছে সমস্যা?

‘ওয়ার ২’তে হৃতিকের পাশাপাশি এবার বড়পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা-ও!

হিন্দি ধারাবাহিকে পথ চলা শুরু সন্দীপ্তার? হইচই-এর কোন সিরিজের গল্পকে কেন্দ্র করে আসছে নতুন মেগা?

‘মজা’র নামে লিঙ্গবিদ্বেষ? বন্ধুরাও ইয়ার্কি করে? মুখের উপর জবাব দেওয়ার কোন টোটকা দিলেন কঙ্কনা সেনশর্মা?

‘সুপারম্যান’-এ মাত্র তিন মিনিটের চরিত্রে অভিনয়ে কীভাবে রাজি হলেন ‘মার্ভেল’-এর বিখ্যাত অভিনেতা? ফাঁস করলেন পরিচালক

টলিপাড়ার নতুন জুটি রাহুল-একতা! আসছে কোন ধারাবাহিক?

বড়পর্দায় এই প্রথমবার একসঙ্গে রণবীর-ববি! ‘ধুরন্ধর’ এবং ‘অ্যানিম্যাল’-এর ‘গোপন মিশন’ কি ‘শক্তিমান’?

সামিউল ও নূরকে নিয়েই বড়পর্দায় ফিরছেন মানস মুকুল, 'সহজ পাঠের গপ্পো'র দশ বছর পর ফুটে উঠবে কোন কাহিনি?

২৭ বছর পর বড়পর্দায় গান গাইছেন আমির! কার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন? কোন ছবিতেই বা গাইবেন? রইল হদিস!

'আগুন ছাড়া ধোঁয়া ওঠে নাকি?'-অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে বিস্ফোরক আমাল, ফাঁস করলেন কাকার গোপন কীর্তি 

‘সলমন যেন দুরন্ত হওয়া আর আমির...’ দুই খান-এর অবাক করা সব গল্প শোনালেন ‘বাবুরাও’

বিছানায় শুয়ে শুয়ে রোজ ১৫ মিনিট একটি কাজ করলেই চরম উপকার! বাড়বে স্মৃতিশক্তি, বুড়ো হবে না মস্তিষ্ক

ভারতীয় রুপির প্রতীক তৈরি করেছিলেন কারা? একজনকে মনে রাখেনি কেউ

লাখ লাখ মৃত ব্যক্তির সক্রিয় আধার কার্ড! মাথায় হাত পড়ল আধার কর্তৃপক্ষের

মানুষের চামড়ার টেডি বিয়ার ঘিরে তোলপাড়, প্র্যাঙ্ক করার অভিযোগে যুবক গ্রেপ্তার

কেউ ফিরেও তাকাল না!‌ নিলামে অবিক্রিত থেকে গেলেন দ্রাবিড় পুত্র 

এ কেমন মা! চলন্ত বাস থেকে ছুড়ে ফেললেন সদ্যোজাতকে, কারণ শুনে তাজ্জব সকলে

'আমি জানতাম না উনি কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজ সিং'! ১১৪ বছর বয়সে দুর্ঘটনায় মৃত প্রবীণ, অভিযুক্ত চালক গ্রেপ্তার

হারানো উদ্দীপনা ফিরে আসবে, ছাড়তেই চাইবেন না প্রেমিকা! বিছানায় ঢেউ তুলতে নিয়মিত খান এই ‘আদরের ওষুধ’

৫ বছরেই পেতে পারেন ১৭ লাখ টাকা, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই

পরকীয়া কী? 'জড়িয়ে' ধরবে কিন্তু 'জড়িয়ে' পড়বে না! বলছে ডিজিটাল প্রজন্ম

জেতার সুযোগ পেয়েও হাতছাড়া, ইউথ টেস্ট ড্র করল বৈভবরা

অবসর ভেঙে টেস্টে ফিরুক কোহলি, অনুরোধ ভারতের প্রাক্তনীর

স্বামীর এই গোপন কথা ভুলেও বলবেন না বান্ধবীকে! বললেই ভেঙে চুরমার হয়ে যাবে সংসার

লর্ডসে আউটের পর প্রথম মুখ খুললেন সিরাজ, কী বললেন জানলে ভিরমি খাবেন

বেঙ্গালুরু হত্যাকান্ডে তোলপাড়! এফআইআর এ বিজেপি বিধায়কের নাম

ছেলের বন্ধুর সঙ্গে উত্তুঙ্গ প্রেম! ৫০ বছর বয়সে অন্তঃসত্ত্বা বধূ রিপোর্ট পেতেই যা করলেন, চোখ কপালে নেটপাড়ার

নিত্যদিন অশান্তি বাবা-মায়ের, ঘুম থেকে উঠে তিন সন্তান যা দেখল, আসল কাহিনি জানলে আঁতকে উঠবেন

প্রাক্তন ভারতীয় তারকার বিস্ফোরণ, লর্ডসে হারের জন্য এই ক্রিকেটারকেই দায়ী করলেন

' আমি আমার মেয়ের শেষকৃত্য করতে চাই ' ২২ বছর আগে নিখোঁজ মেয়ের মা দাবি করেন, ঘটনা ঘিরে রহস্য

কামের ফাঁদ! অনলাইনে সুন্দরী মহিলার সঙ্গে চ্যাট! নির্জন জায়গায় ডাকতেই যুবকের সঙ্গে যা হল…

যমজ ভাইয়ের সঙ্গে প্রেম, উদ্দাম যৌনতা! ৫৫ বছরের মহিলা বললেন, 'প্রতিটা রাত ছিল 'থেরাপি'র মতো'

চোখের সামনেই লুকিয়ে ছিল ক্যানসারের ওষুধ? অবহেলিত এই ফুল গাছের শিকড়েই মারা পড়বে ক্যানসার?

বমি বমি ভাব, মাথা ঘোরাচ্ছিল নববধূর, শুনেই ফুলশয্যার রাতে স্বামী যা ঘটালেন, দুই পরিবারে তুমুল ঝামেলা

রাজ্য সরকারি পদে বিপুল নিয়োগ, শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা ত্রিপুরায়

সোশ্যাল মিডিয়া