সংবাদ সংস্থা মুম্বই: বলিউড ইতিহাসের অন্যতম কালজয়ী সাইকোলজিক্যাল থ্রিলার ‘ডর’। শাহরুখ খানের “আই লভ ইউ ক-ক-ক-কিরণ!” আজও অনেকে হুবহু নকল করে। কিন্তু জানেন কি, শাহরুখ খান নন, এই চরিত্রটির জন্য প্রথমে নির্বাচিত হয়েছিলেন আমির খান?

 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেই সময়ের এক চাঞ্চল্যকর অধ্যায়ের পর্দা ফাঁস করলেন মিস্টার পারফেকশনিস্ট। জানালেন, ‘ডর’ থেকে তিনি নিজে সরে যাননি, বরং তাঁকে বের করে দেওয়া হয়েছিল! “আমি ‘ডর’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলাম...এই কথাটা একেবারে ভুল। আমি ওই ছবির প্রস্তাবে হ্যাঁ বলেছিলাম। কিন্তু পরে আমাকে বাদ দেওয়া হয়, কারণ আমি জয়েন্ট ন্যারেশন চেয়েছিলাম” মন্তব্য আমির খানের।

 

আমির খানের মতে, যখন কোনও সিনেমায় দুই বা ততোধিক মুখ্য অভিনেতা থাকেন, তখন তিনি চান সবাই মিলে একসঙ্গে বসে গল্প শোনা হোক—যাতে টিমওয়ার্ক ও বোঝাপড়ায় সমস্যা না হয়। ‘ডর’-এ যখন তাঁকে একা গল্প শোনানো হয়, তখন তিনি বলেছিলেন—“সবার সঙ্গে বসেই শুনব”। কিন্তু যশ চোপড়া তা মানেননি, এবং তাঁর এই পদ্ধতির সঙ্গে একমত না হয়ে তাঁকে বাদ দিয়ে দেন। আমির আরও বলেন— “আমি বরাবর এই নিয়ম মেনে চলি। যেমন ‘আন্দাজ আপনা আপনা’-এর সময়ও। তখনও আমি বলেছিলাম—‘সলমন না এলে আমিও গল্প শুনব না।’ তিনবার ও না এসেছিল, কিন্তু শেষমেশ আমরা একসঙ্গে গল্প শুনেছিলাম।”

 

এই নীতিগত দৃঢ়তাই আমিরের কর্মপদ্ধতির পরিচায়ক। তাঁর মতে, একজন অভিনেতা হিসাবে শুধুমাত্র নিজের চরিত্র জানলেই হয় না, সহ-অভিনেতার সঙ্গে বোঝাপড়াও সমান গুরুত্বপূর্ণ।যেখানে আমির ফায়ার হলেন, সেই জায়গায় জায়গা করে নিলেন সেই সময়ের নবাগত শাহরুখ খান। আর সেই চরিত্র—একজন মানসিকভাবে অসুস্থ, ভয়ানক পজেসিভ প্রেমিক—শাহরুখকে দিল বলিউডের ‘অ্যান্টি হিরো’র তকমা ও দুর্দান্ত সাফল্য।

 

তবে যদি আজ আমির সেই চরিত্রে অভিনয় করতেন, তাহলে ‘ডর’-এর বক্স অফিসের ইতিহাস কি অন্যরকম হতো? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।