
শুক্রবার ৩০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কিডনির সমস্যা এখন ঘরে ঘরে। এমনকী অল্পবয়সেই অনেকে কিডনির সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম মূল কারণ কিডনির সমস্যাগুলি প্রাথমিক অবস্থায় অনেকেই উপেক্ষা করেন। কিন্তু জানেন কি একটু চোখ কান খোলা রাখলেই কিডনি ড্যামেজের প্রাথমিক লক্ষণগুলি চেনা যায়?
১. চোখ, পা, গোড়ালি বা মুখে ফোলাভাব: কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম এবং তরল ফিল্টার করতে পারে না, তখন তা শরীরে জমা হতে শুরু করে। এর ফলে সাধারণত গোড়ালি, পা এবং চোখের চারপাশে ফোলাভাব দেখা যায়।
২. প্রস্রাবের ফেনা বা বুদবুদ: প্রস্রাবে যদি অতিরিক্ত ফেনা বা বুদবুদ দেখা যায়, তাহলে তা প্রস্রাবে প্রোটিনের উপস্থিতির ইঙ্গিত। সুস্থ কিডনি প্রোটিনকে রক্তে ধরে রাখে, কিন্তু কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন প্রস্রাবে চলে আসে। এই ফেনা ডিম ফেটানোর সময় সৃষ্ট ফেনার মতো দেখতে হয়।
৩. প্রস্রাবের রঙে পরিবর্তন বা প্রস্রাবে রক্ত: সুস্থ কিডনি সাধারণত রক্তকণিকাকে ধরে রাখে। কিন্তু কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে রক্তকণিকা প্রস্রাবে মিশে যায়। ফলে প্রস্রাবের রঙ গোলাপী, লাল বা বাদামী হতে পারে। এটি কিডনির রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
৪. শুষ্ক ত্বক এবং চুলকানি: কিডনি খনিজ এবং তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, ফলে ত্বকে শুষ্কতা এবং চুলকানি দেখা দেয়।
৫. ফ্যাকাসে রঙ: কিডনির সমস্যায় রক্তস্বল্পতা দেখা দিতে পারে। কিডনি লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়ক হরমোন তৈরি করে। কিডনি কাজ না করতে পারলে রক্তস্বল্পতার কারণে ত্বক ফ্যাকাসে দেখাতে পারে।
চোখ লাল, আচমকা জল পড়ছে? কনজাংটিভাইটিস নয় তো? কীভাবে রক্ষা পাবেন এই রোগ থেকে
গ্যাদগ্যাদে দাদ, হাজা, চুলকানি আর বিরক্ত করবে না, ভ্যাপসা আবহাওয়ায় ছত্রাক দূরে রাখতে মেনে চলবেন কোন কোন কৌশল?
এখন এই তিনটি পানীয় খেলেই বুড়ো বয়সে কাজ করবে না বিশেষ অঙ্গ! অভ্যাস ত্যাগ করুন আজই
১০ বছর আগে দিয়েছিলেন লিভার, এবার ৬০ বছর বয়সে কিডনি দান করে ছেলের প্রাণ বাঁচালেন বৃদ্ধা মা, চোখে জল নেটপাড়ার
চোখ থেকে রক্ত পড়ছে গলগল করে, বীর্যে মিশে যাচ্ছে জীবাণু! করোনার পর নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস? কাঁপছেন বিজ্ঞানীরা
ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র
জীবন নিয়ে খেলবেন না, র্যাকেট নিয়ে খেলুন! এ জীবনে হৃদরোগ ছুঁতে পারবে না, কেন জানেন?
রক্ত সংকটের দিন শেষ! কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা, কবে থেকে পাওয়া যাবে?
আমের নামে বিষ খাচ্ছেন না তো? অসময়ে শেষ হবে কিডনি-লিভার, কেনার সময়ে সতর্ক হবেন কোন বিষয়ে?
গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!