শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Liver damage symptoms: jaundice tiredness among top signs

স্বাস্থ্য | গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৪ মে ২০২৫ ১৩ : ৩২Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: শরীরকে সুস্থ রাখতে লিভার বা যকৃতের ভূমিকা অপরিহার্য। এই অঙ্গটি দেহ থেকে বর্জ্য পদার্থ দূর করা, খাদ্য হজমে সাহায্য করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সঞ্চয় করার মতো অসংখ্য কাজ করে। কিন্তু নানা কারণে লিভারের কার্যক্ষমতা কমে গেলে বা লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে ধীরে ধীরে দেখা দেয় একাধিক লক্ষণ। প্রাথমিক পর্যায়ে এই উপসর্গগুলিকে গুরুত্ব না দিলে পরবর্তীকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, এমনকী প্রাণ সংশয়ও দেখা দিতে পারে। তাই লিভার ঠিকমতো কাজ করছে কিনা, তা বুঝতে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণের দিকে নজর রাখা উচিত।

১. ত্বক ও চোখে হলদে ভাব (জন্ডিস): লিভারের সমস্যার অন্যতম প্রধান এবং পরিচিত লক্ষণ হল জন্ডিস। লিভার ঠিকমতো কাজ না করলে রক্তে বিলিরুবিন নামক একটি হলুদ রঞ্জক পদার্থের মাত্রা বেড়ে যায়। এর ফলেই ত্বক, চোখের সাদা অংশ এবং নখ হলুদ হয়ে যেতে দেখা যায়। প্রস্রাবের রঙও গাঢ় হলুদ হতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
২. পেটে ব্যথা ও ফুলে যাওয়া: লিভারের সমস্যা থাকলে পেটের উপরের ডানদিকে, অর্থাৎ যেখানে লিভার অবস্থিত, সেখানে চাপা ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে। অনেক সময় লিভারে জল জমার (অ্যাসাইটিস) কারণে পেট অস্বাভাবিকভাবে ফুলেও যায়। এই ফোলাভাব ক্রমশ বাড়তে থাকলে তা লিভার সিরোসিস বা অন্য কোনও জটিলতার ইঙ্গিত হতে পারে।
৩. অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা: পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও যদি শরীর জুড়ে দীর্ঘস্থায়ী ক্লান্তিভাব এবং দুর্বলতা অনুভূত হয়, তবে তা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। লিভার তার স্বাভাবিক কাজ, যেমন – শক্তি উৎপাদন এবং পুষ্টি প্রক্রিয়াকরণে বাধাগ্রস্ত হলে এই ধরনের উপসর্গ দেখা দেয়। দৈনন্দিন কাজে অনীহা এবং শক্তিহীনতা এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়।
৪. বমি বমি ভাব ও ক্ষুধামান্দ্য: লিভারের কার্যক্ষমতা হ্রাস পেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে খাবারে অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় খাদ্য থেকে ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ হজম করতে অসুবিধা হয়, যার ফলে পেটে অস্বস্তি বাড়ে। এই কারণে ওজনও কমে যেতে পারে।
৫. ত্বকের বিভিন্ন সমস্যা: লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। যখন লিভার সেই কাজটি সঠিকভাবে করতে পারে না, তখন ত্বকের উপর তার প্রভাব পড়ে। এর ফলে ত্বকে চুলকানি, লালচে ভাব, ফুসকুড়ি বা মাকড়সার জালের মতো রক্তনালীর বিস্তার (স্পাইডার অ্যানজিওমা) দেখা দিতে পারে। দীর্ঘ দিন ধরে এই ধরনের ত্বকের সমস্যা থাকলে লিভার পরীক্ষা করানো উচিত।


Liver HealthLiver damage symptomsJaundice SymptomsLiver detox

নানান খবর

নানান খবর

গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?

টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো

ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! বিশ্বের প্রথম মূত্রাশয় প্রতিস্থাপন করলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক!

যোনিদ্বার বন্ধ হয়ে গজিয়ে উঠল ‘পুরুষাঙ্গ’! রোগীর যৌনাঙ্গের অবস্থা দেখে থরথর কাঁপুনি চিকিৎসকদের

বুকে ব্যথা নেই, তবুও হতে পারে হৃদরোগ! চিনে নিন এই মারণব্যাধির ৫টি নীরব লক্ষণ, উপেক্ষা করলেই মৃত্যু

ক্যানসারের ‘অ্যানসার’ লুকিয়ে আছে মানুষের মলে! ‘যুগান্তকারী’ গবেষণায় শোরগোল মার্কিন মুলুকে

কোলন ক্যানসারের যম অতিপরিচিত এই খাবার! নতুন গবেষণায় আশার আলো বিজ্ঞানী মহলে

বাতকর্মেই রোগমুক্তি! বায়ু ত্যাগে ম্যাজিকের মতো সেরে যায় এই রোগ! শুধু জানতে হবে সঠিক পদ্ধতি

সোশ্যাল মিডিয়া