
বুধবার ২১ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ২২ দিনের মাথায় ভারতে ফিরলেন তিনি। আজ, বুধবার পাকিস্তান থেকে মুক্তি পেলেন পূর্ণম। সকাল দশটা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন রিষড়ার বিএসএফ জওয়ান। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন তিনি।
পূর্ণমের মুক্তির পর তাঁর বাবা ভোলানাথ সাউ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'দেশরক্ষার কাজে আমার ছেলে আবারও এগিয়ে যাবে।' পূর্ণমের স্ত্রী রজনী জানিয়েছেন, 'গত কয়েকদিন ধরে শরীর ভাল ছিল না। আজ স্বস্তি বোধ করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উনি কথা দিয়েছিলেন, দ্রুত পূর্ণমকে ফিরিয়ে আনা হবে। পূর্ণম বাড়িতে ফিরলেই উনি দেখা করবেন বলে জানিয়েছেন।' রজনী আরও জানিয়েছেন, 'পূর্ণম বাড়ি ফিরলেই জানতে পারব আসল ঘটনা। যে সীমান্তে ঘটনাটি ঘটেছিল, সেখানে ঘটনার পাঁচদিন আগে তিনি প্রথম গিয়েছিলেন। সম্পূর্ণ অপরিচিত ছিল। আমি নিশ্চিত, আবারও দেশরক্ষার জন্য তিনি কাজ করবেন।'
প্রসঙ্গত পাঞ্জাবের পঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন পূর্ণম। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হানার পরের দিন, ২৩ এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন পূর্ণম। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তানের রেঞ্জার্স তাঁকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে তিনি বন্দি ছিলেন। বিএসএফের চেষ্টা সত্ত্বেও মুক্তি পাননি। ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল, সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির চারদিন পর অবশেষে দেশে ফিরলেন তিনি।
এদিন আদতেই খুশির হাওয়া রিষড়ার সাউ পরিবারে। মিষ্টি খাওয়ানো হয়। বুধবার ফোনে রজনীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রী রজনীকে বলেন, 'রিলিজ হওয়ার খবর পাওয়ার পরই সকালে ফোন করেছিলাম। এবার হাসি খুশিতে থাকুন। আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার ভাই পূর্ণমের জন্য।'
গত ৩০ মার্চ পর্যন্ত ছুটিতে এসে বাড়িতেই ছিলেন পূর্ণম। ছুটি কাটিয়ে ৩১ মার্চ ফিরে যান পাঞ্জাবে। বুধবার রাত আটটা নাগাদ তাঁর স্ত্রীকে ফোন করে ঘটনার বিষয়ে জানান পূর্ণমের এক বন্ধু। তারপরে একাধিকবার ভারত পাকিস্থানের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে। লাভ হয়নি। কোনও খবর ছিল না পরিবারের কাছে। কেমন আছেন পূর্ণম, জানতে গত ২৮ এপ্রিল পাঠানকোট রওনা হন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ। ২ মে বাড়ি ফিরে রজনী দেবী জানান, বিএসএফের সিও-র সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁদের জানিয়েছেন ভয়ের কোনও বিষয় নেই। তাঁরা আশাবাদী। এরপরই গত ৪ মে রাজস্থানের ফোর্ট আব্বাসে সীমানা লঙ্ঘন করার অভিযোগে এক পাকিস্তান রেঞ্জার্সকে আটক করে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর আশার আলো দেখতে পায় রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবার।
সেদিন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী দেবী বলেছিলেন, এতদিন ফ্ল্যাগ মিটিং হয়েছে। সেখানে কোনও উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এবার একই ভুল করেছে ওদের রেঞ্জার্স। এবার অন্তত পূর্নমকে ছাড়ার ব্যাপারে ওরা কিছুটা হলেও উৎসাহী হবে। অথচ কিছুই হয় না। গত ৭ মে গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্থানের জঙ্গি শিবিরে বিমান হামলা চালায়। ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' ভেঙে গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার সেই প্রত্যাঘাতে পুনরায় পূর্নম ফিরে আসার বিষয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়।
তারপরেও কেটে গেছে বেশ কয়েকটা দিন। গত ১১ মে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির খবরে কিছুটা স্বস্তি মিলেছিল পরিবারে। পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় তাঁকে আটক করা হলেও, এদিন ওয়াঘা বর্ডার এলাকায় বিএসএফের আধিকারিকদের হাতে হস্তান্তর করে পাক রেঞ্জার্স। খবর পেয়ে এদিন সকালে জওয়ানের বাড়িতে পৌঁছন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এবং স্থানীয় অনেকেই।
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট