আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনের জাতীয় মহাকাশ দিবস উদযাপনের সময় ইসরো ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (ভারতের নিজস্ব স্পেস স্টেশনের) মডিউলের একটি মডেল উন্মোচন করেছে। ভারতীয় অন্তরীক্ষ স্টেশনে থাকবে মোট পাঁচটি মডিউল। ২০২৮ সালে প্রথম মডিউল রওনা হবে। ২০৩৫ সালের মধ্যে ভারতের স্পেস স্টেশন রেডি হয়ে যাবে। তারপর ২০৪০ সালে ওই মহাকাশ স্টেশন ছুঁয়েই প্রথম কোনও ভারতীয় চাঁদের মাটিতে পা রাখবেন।
রাশিয়া, আমেরিকা এবং চীনের পর নজির গড়তে চলেছে ভারত। মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ভারত।
ভারতীয় অন্তরীক্ষ স্টেশন -০১ মডিউলটির ওজন ১০ টন হবে বলে আশা করা হচ্ছে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন। এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, দেশীয়ভাবে তৈরি পরিবেশগত নিয়ন্ত্রণ ও জীবন সহায়তা ব্যবস্থা (ECLSS), ভারত ডকিং সিস্টেম, ভারত বার্থিং মেকানিজম, স্বয়ংক্রিয় হ্যাচ সিস্টেম, মাইক্রোগ্র্যাভিটি গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম, বৈজ্ঞানিক চিত্র এবং ক্রু বিনোদনের জন্য ভিউপোর্ট।
ভারতীয় অন্তরীক্ষ স্টেশনে প্রোপালশন এবং ECLSS তরল, বিকিরণ, তাপীয় এবং মাইক্রো মেটিওরয়েড অরবিটাল ডেব্রিস (MMOD) সুরক্ষা, স্পেস স্যুট, অতিরিক্ত যানবাহন কার্যকলাপ সমর্থন করার জন্য এয়ারলক এবং ইন্টিগ্রেটেড এভিওনিক্স প্লাগ অ্যান্ড প্লে করার ব্যবস্থাও থাকবে।
ভারতীয় অন্তরীক্ষ স্টেশন মহাকাশ, জীবন বিজ্ঞান, চিকিৎসা এবং আন্তঃগ্রহ অনুসন্ধানের বিভিন্ন দিক অধ্যয়নের জন্য একটি গবেষণা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এটি মানব স্বাস্থ্যের উপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব অধ্যয়ন করার এবং মহাকাশে দীর্ঘমেয়াদী মানুষের উপস্থিতির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পরীক্ষা করার সুযোগ প্রদান করবে।
মহাকাশ স্টেশনটি মহাকাশ পর্যটনকে সহায়ক করে তুলবে, অরবিটাল ল্যাবের সম্পদ ব্যবহার করে ভারত বাণিজ্যিক মহাকাশ ক্ষেত্রে প্রবেশ করবে।
ভারতীয় অন্তরীক্ষ স্টেশন চলমান আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রাখবে এবং বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার বিবেচনা করার জন্য অনুপ্রাণিত করবে।
জাতীয় মহাকাশ দিবস উদযাপনে অংশগ্রহণকারীদের মধ্যে ৩.৮ মিটার x ৮ মিটারের বিশাল ভারতীয় অন্তরীক্ষ স্টেশন -০১ মডিউল মডেলটি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।
আরও পড়ুন- ভারতকে অপমান না করে কেবল 'পাকিস্তান জিন্দাবাদ' বললেই রাষ্ট্রদ্রোহিতা নয়: হিমাচল হাইকোর্ট
