
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে। হারের পরেই রাফিনহা, ইয়ামালরা কথা দিয়েছিলেন রবিবার এল ক্লাসিকোতে সমর্থকদের খালি হাতে ফেরাবেন না। আর হ্যান্সি ফ্লিকের বার্সা কথা দিয়ে কথা রাখতে জানে।
সে কারণেই তো ২-০ গোলে পিছিয়ে গিয়েও সাত গোলের থ্রিলারের ম্যাচে ৪-৩ ব্যবধানে মাদ্রিদকে উড়িয়ে দিল হোম টিম।
আর এই জয়ের সঙ্গে সঙ্গে লা লিগা জয়ের পথে অনেকটা এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে পিছিয়ে পড়েও কামব্যাকের নায়ক লামিন ইয়ামাল ও রাফিনহা।
প্রথমার্ধেই দু'গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও আক্রমণের ঝড় তুলেছিল বার্সা। মাত্র ২৫ মিনিটের মধ্যে টানা চার গোল করে ম্যাচে ফেরে তারা।
ইয়ামাল এবং পেদ্রি দুর্দান্ত কম্বিনেশনে দলকে এগিয়ে নিয়ে যান। পাশাপাশি, রাফিনহা একাধিক সুযোগ তৈরি করেন এবং একটি গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করলেও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি।
ম্যাচের প্রথম দু'গোল তিনি করেন দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে।দ্বিতীয়ার্ধে তাঁর তৃতীয় গোলটি বার্সেলোনাকে চাপে ফেলে দিলেও শেষ পর্যন্ত তারা এগিয়ে থাকতে সক্ষম হয়।
ম্যাচে একাধিক গোল বাতিল হয়েছে, যার মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল শেষদিকে এমবাপের একটি গোল, যেটি অফসাইডের কারণে বাতিল করা হয়। অফসাইড না হলে রিয়াল মাদ্রিদ ৪-৪ গোলে সমতায় ফিরতে পারত।
অপরদিকে, অতিরিক্ত সময়ে ফেরমিন লোপেজের একটি দুর্দান্ত শট গোল হলেও ভার চেকের পর হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান আরও শক্ত করল। বর্তমানে তারা রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্টে এগিয়ে।
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের