আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের পরেরদিন কলকাতায় আরও ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। ৫ জনের মধ্যে ২ জন বেলভিউ এবং ৩ জন ঢাকুরিয়া আমরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতায় ৮ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১। তবে বাংলায় এখনও পর্যন্ত এই উপরূপে আক্রান্তের খোঁজ মেলেনি।
ইতিমধ্যেই করোনার এই উপরূপে আক্রান্তের খোঁজ মিলেছে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক-সহ একাধিক রাজ্যে। দেশজুড়েও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। বর্ষশেষের উদযাপনের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের।
উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতায় ৮ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১। তবে বাংলায় এখনও পর্যন্ত এই উপরূপে আক্রান্তের খোঁজ মেলেনি।
ইতিমধ্যেই করোনার এই উপরূপে আক্রান্তের খোঁজ মিলেছে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক-সহ একাধিক রাজ্যে। দেশজুড়েও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। বর্ষশেষের উদযাপনের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের।
