
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান নৌবাহিনীকে এখন ভারতের জলসীমায় প্রবেশ করার আগে অন্তত একশো বার ভাবতে হবে। কারণ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী মাল্টি-ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন (এমআইজিএম) সফলভাবে পরীক্ষা করেছে। এটি একটি একটি জলের নীচে কর্মক্ষম উন্নতমানে মাইন।
বিশাখাপত্তনমে অবস্থিত ন্যাভাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি ল্যাব এবং ডিআরডিও যৌথভাবে এই মাইনটি তৈরি করেছে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি ব্যাপক বৃদ্ধি হবে। শত্রুর যে কোনও গোপন জাহাজ হোক বা সাবমেরিন, কেউই এর থেকে পালাতে পারবে না।
সমুদ্রে মাইন রাখার প্রথা বহু পুরনো। ভারতীয় নৌসেনা এখনও পর্যন্ত নানা ধরণের মাইন ব্যবহার করে আসছে। কিন্তু নতুন মাইনটিতে অনেকগুলি মাইনের বৈশিষ্ঠ্য জুড়ে দেওয়া হয়েছে।
#DRDO and Indian Navy today successfully conducted validation trial of Multi-Influence Ground Mine. This system will further enhance undersea warfare capabilities of #IndianNavy. pic.twitter.com/aE69b8Mpf9
— Defence Decode® (@DefenceDecode) May 5, 2025
তিন ধরণের সেন্সরের উপর নির্ভর করে কাজ করে মাইনটি। চৌম্বক, শব্দ এবং চাপ এই ধরণের উপর নির্ভরশীল। চাপের উপর নির্ভর করে জলের তলায় ভেসে থাকে। কিন্তু যদি কোনও জাহাজ বা ডুবোজাহাজ মাইনটির সামনে দিয়ে যায় তখন মাইনের উপর জলের চাপে পরিবর্তন হয়। সেন্সরে পরিবর্তন ধরা পড়তেই মাইন বিস্ফোরণ হয়। দ্বিতীয় প্রযুক্তি হল চৌম্বকীয় প্রভাব, যার মাধ্যমে এটি জলের মধ্যে যে ধাতুর গতিবিধি শনাক্ত করে। তৃতীয়টি হল অ্যাকোস্টিক প্রভাব, অর্থাৎ, এই মাইনের সেন্সরগুলি এর ফলে জলের নীচে তৈরি হওয়া শব্দ এবং কম্পন শনাক্ত করে এবং ট্র্যাক করে। মাইনটি একটি নির্দিষ্ট শব্দ তরঙ্গে বা কম্পনে সেট করা থাকে। কোনও জাহাজ বা ডুবোজাহাজের প্রপেলার থেকে আসা শব্দ পূর্বনির্ধারিত সীমার বাইরে চলে যায়, তাহলে এই মাইনটি সক্রিয় হয়ে যায়। এখন পর্যন্ত, নৌবাহিনীর ব্যবহৃত সমস্ত মাইন এই তিনটি প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। তবে সবগুলিই ভিন্ন উপায়ে। এই নতুন মাইনটিতে তিনটিই প্রযুক্তিই অন্তর্ভুক্ত করা হয়েছে।
এটি দেশের প্রথম মাল্টি-ইনফ্লুয়েন্স স্মার্ট নেভাল মাইন যা লো সিগনেচার ডিটেকশন প্রযুক্তিতে সজ্জিত। যা শত্রু ব়্যাডার বা সোনার থেকে সহজেই আড়াল করা যেতে পারে। এটি স্মার্ট অ্যাক্টিভেশন লজিকের উপর কাজ করে। এটি এতটাই নির্ভুল যে ভুল অ্যাক্টিভেশনের সম্ভাবনা প্রায় নেই। NAVAREA সতর্কতা সমুদ্রে দীর্ঘদিন ধরে জারি করা হয়েছে। যখনই কোনও দেশের নৌবাহিনী তার এলাকায় ফায়ারিং ড্রিল পরিচালনা করে, তখন সেই এলাকার মধ্য দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ, যুদ্ধজাহাজ এবং অন্যান্য মাছ ধরার নৌকাগুলিকে সতর্ক করা হয়। তবে যুদ্ধের ক্ষেত্রে, একই রকম মাইন ফিল্ড স্থাপন করে, কেবল নিজের এলাকাই নিরাপদ রাখা যায় না বরং শত্রুর আক্রমণও প্রতিহত করা যায়।
কিস্তওয়ারে জঙ্গিদের ঘিরে ফেলল সেনা, চলছে গুলির লড়াই
ধুলোঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি, কয়েক ঘণ্টায় লন্ডভন্ড দিল্লি, প্রাণ গেল ২ জনের, ব্যাহত বিমান পরিষেবা
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট