শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

AD | ০২ মে ২০২৫ ১৮ : ৩৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ইলিশ মাছের সঙ্গে এবার ফরাক্কা ব্যারেজে গঙ্গা নদীর 'আপস্ট্রিম'-এ গলদা চিংড়ি মাছের সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগ নিল কেন্দ্র সরকারের মৎস্য গবেষণা কেন্দ্র আইসিএআর-সিফরি ( ICAR- CIFRI)। 

কেন্দ্রের 'নমামি গঙ্গে' প্রকল্পের অংশ হিসেবে গঙ্গা নদীর 'বায়ো ডাইভার্সিটি' বাড়ানোর লক্ষ্য নিয়ে শুক্রবার ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় গঙ্গা নদীতে প্রায় আড়াই লক্ষ গলদা চিংড়ির চারাপোনা ছাড়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর ডঃ বসন্তকুমার দাস, বিজ্ঞানী শ্রীমতি নিরুপদা চানু এবং নমামী গঙ্গে প্রকল্প ও সিফরি-র গবেষণারত একাধিক বৈজ্ঞানিক এবং আধিকারিক।
 
এই প্রকল্পের সঙ্গে জড়িত আধিকারিকরা জানান, ইলিশ মাছের মতো গলদা চিংড়ির পরিযায়ী স্বভাব রয়েছে। ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকার এবং গঙ্গা নদীর আপস্ট্রিমে ইলিশ মাছের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই এই প্রকল্পের অংশ হিসেবে এর আগে এক লক্ষ ইলিশ মাছের চারা ছাড়া হয়েছে।

জাতীয় রেঞ্চিং কর্মসূচির ডিরেক্টর ডঃ বসন্তকুমার দাস বলেন,' ইলিশের মতো গলদা চিংড়িও পরিযায়ী মাছ। তবে গঙ্গার আপস্ট্রিমে এই মাছ খুব একটা দেখা যায় না। পশ্চিমবঙ্গের বাজারে এই বড় আকারের গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়।'
 
তিনি জানান, 'গঙ্গা নদীর আপস্ট্রিমে গলদা চিংড়ির সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এদিন প্রায় আড়াই লক্ষ বড় আকারের গলদা চিংড়ির চারাপোনা নদীতে ছাড়া হয়েছে। এই মাছ আকারে একটু বড় হলে মৎস্যজীবীরা তা ধরতে পারবেন এবং বাজারে বিক্রি করে তাদের ভাল মুনাফা হবে। এই মাছ গঙ্গা নদীতে 'ব্রিডিং' করছে কি না তা 'রিটার্ন মাইগ্রেশন'-এর সময় আমরা বুঝতে পারব। তবে তার জন্য তিন-চার মাস সময় লাগবে। সেই সময় মৎস্যজীবীরা যে গলদা চিংড়ি ধরবেন তাঁদের থেকে তথ্য নিয়ে এই বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হবে।'
 
দপ্তরের আধিকারিকেরা বলেন, অল্প সময়ে গঙ্গা নদী থেকে বেশি মাছ ধরতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক সময় মৎস্যজীবীরা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে জলের ভারসাম্য নষ্ট এবং জলজ প্রাণীদের ক্ষতি করছেন। এর ফলে ফরাক্কা এবং সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের জালে দিন দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে।

গঙ্গা নদীর 'বায়ো ডাইভার্সিটি' রক্ষা করার সঙ্গে সঙ্গে সাধারণ বাঙালির পাতে ইলিশ এবং গলদা চিংড়ির কোনও অভাব না হয় সেই লক্ষ্যেই হ্যাচারির মাধ্যমে 'ব্রিডিং' করার পর গলদা চিংড়ির চারাপোনা আজ নদীতে ছাড়া হল।


PrawnGangesHilsaNamami Gange

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

আবহাওয়ার মুড বদল, পরপর ৫ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, রইল বিরাট আপডেট

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া