বড়দিনের সময় প্রতিবছরই দিঘায় ভিড় হয়। দূরদূরান্ত থেকে ছুটি কাটাতে আসেন মানুষ। এ বছরেও অন্যথা হয়নি। সৈকত নগরীতে বড়দিন পালনে মেতেছে পর্যটকরা।