আজকাল ওয়েবডেস্ক: দিল্লিকে ঘরের মাঠে হারিয়ে চমক দিয়েছে মুম্বই। করুণ নায়ার যখন ব্যাট করছিল, মনে হয়েছিল অনায়াসেই জিতে যাবে অক্ষর প্যাটেলের দল। শেষ ৭ ওভারে ৬১ রান দরকার ছিল। হাতে ৬ উইকেট। এই জায়গা থেকে আইপিএলে জেতা অসম্ভব নয়। এই অবস্থায় বল পরিবর্তনের দাবি জানায় মুম্বই শিবির। যা মেনে নেয় আম্পায়াররা। তারপরই থ্রিলারের সূচনা। মাস্টারস্ট্রোক রোহিত শর্মার। কিন্তু কীভাবে? সেই সময় মাঠে ছিলেন না মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। ১৪ ওভারের শুরুতে ডাগআউট থেকেই করণ শর্মাকে বল পরিবর্তন করার আবেদন করতে বলেন। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী শিশির সমস্যা মেটাতে দ্বিতীয় ইনিংসের দশ ওভারের পর বল পরিবর্তন করা যেতে পারে। বল পরিবর্তনের পরই উইকেট হারাতে শুরু করে দিল্লি। 

নিজের ইউ টিউব চ্যানেলে হরভজন সিং বলেন, 'রোহিতের মাস্টারস্ট্রোক মুম্বইকে বাঁচিয়ে দিয়েছে। নয়তো হার নিশ্চিত ছিল। করুণ দারুণ খেলছিল। কেউ আটকাতে পারছিল না। ১৩তম ওভারে মনে হয়েছিল দিল্লি জিতে যাবে। তারপর রোহিত হেড কোচ জয়বর্ধনেকে স্পিনার আনার কথা বলে। বিশেষ করে করণ শর্মাকে বল দিতে বলে। আমার মনে হয় জয়বর্ধনে ওর কথা মানেনি। তবে মহেলার কথা শুনলে ম্যাচটা মুম্বই হেরে যেত। রোহিত সেরা চাল চালে। ও সবসময় অধিনায়কের মতো ভাবে। ওর এই ট্যাকটিক্যাল মুভ মুম্বইকে জিততে সাহায্য করে। করণ এসেই তিন উইকেট তুলে নেয়। মাঝেমধ্যে কোচদের ইগো সরিয়ে দলের কথা ভাবা উচিত। আশা করব, পরবর্তীকালেও ডাগআউট থেকে রোহিত নিজের মতামত জানাবে।' রোহিতের পরামর্শে মুম্বই ম্যাচে ফিরলেও, ব্যাট হাতে এখনও ছন্দ খুঁজে পাননি হিটম্যান। ২০২৩ আইপিএল থেকে মাত্র ৮০৫ রান করেছেন। গড় ২৪.৩৯। চলতি আইপিএলে রোহিতের রান মাত্র ৫৬। গড় ১১.২০।