আজকাল ওয়েবডেস্ক: লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে দাঁতে দাঁত চেপে লড়াই করেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং।
দলকে জয়ের দোরগোড়ায় প্রায় পৌঁছে দিয়েছিলেন। আর একবার রিঙ্কু ম্যাজিকের আশা জেগেছিল। কিন্তু মাত্র ৪ রানের জন্য জয় অধরা। ১৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।
আগের ম্যাচেও রান পেয়েছিলেন রিঙ্কু। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে রিঙ্কুকে পাঠানো হয় আট নম্বরে। আরও কয়েকটা বল পেলে হয়তো নাইটদের জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন রিঙ্কু।
দিনান্তে কেকেআর তারকা রিঙ্কুর পাশে ভক্তরা। এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''দুঃখিত রিঙ্কু। এই ম্যানেজমেন্ট তোমার প্রতিভা নিয়ে খেলছে।''
আরেক ভক্ত লেখেন, ''প্যাভিলিয়নে রিঙ্কু-রাসেল থাকলেও ২০ বছরের রঘুবংশীকে আগে পাঠানোর অর্থ কী? সেই সময়ে রান রেট দরকার ছিল ১৩।''
নাইটদের আরেক ভক্ত দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ছবি দিয়ে লেখেন, ''রিঙ্কুকে আট নম্বরে পাঠিয়েছে।'' কেকেআরের এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''সরি রিঙ্কু সিং। তুমি আরও ভাল কিছু প্রত্যাশা করো।''
এদিকে ম্যাচের শেষে নাইট অধিনায়ক রাহানে সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দেন, তিনি বাইশ গজ নিয়ে মোটেও খুশি নন। সাংবাদিক বৈঠকেই রাহানে জানিয়ে দেন, পিচ নিয়ে যা বলার তিনি আইপিএল কর্তৃপক্ষকেই বলবেন।
