আজকাল ওয়েবডেস্ক: WWE তারকা জন সিনা। ভক্তদের অবাক করতে তাঁর জুড়ি মেলা ভার। হাজারো ব্যস্ততার মাঝেও ভারতীয় ক্রিকেটের খোঁজ নিয়মিত রাখেন জন সিনা। এখন চলছে আইপিএল। ফের একবার চমক দিয়েছেন তিনি। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলির একটি ছবি তিনি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সিনার বিখ্যাত ‘ইউ ক্যান সি মি’ পোজ দিচ্ছেন বিরাট। এই পোস্ট গোটা বিশ্বকে অভিভূত করেছে।
সম্প্রতি কোহলিকে একটি ভিডিওয় টি২০ বিশ্বকাপ জেতার রিং দেখাতে দেখা গিয়েছিল। যেখানে সিনার স্পেশাল পোজে দেখা গিয়েছিল কোহলিকে। কিংবদন্তি সিনা সেই ছবিটি নিজের ইনস্টাগ্রামে ফের পোস্ট করেছেন। এই বিশেষ ছবিটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগের একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে। যেখানে কোহলি টি২০ বিশ্বকাপ জেতার পর আংটিটি দেখিয়েছিলেন। যা প্রমাণ করে ক্রিকেটের বাইরে অন্য খেলারও খবর রাখেন বিরাট। বিভিন্ন খেলার কিংবদন্তিদের তিনি সম্মান করেন।
ওই ছবিটি রি পোস্ট করে সিনা বলেছেন কোনও ক্যাপশনের প্রয়োজন নেই। এর আগেও সিনার একাধিক পোজের ছবি পোস্ট করেছেন বিরাট। এবার পাল্টা করলেন সিনাও।
প্রসঙ্গত, এবারের আইপিএলে ছন্দে রয়েছেন বিরাট। চার ম্যাচে করে ফেলেছেন ১৬৪ রান। তার মধ্যে দুটো অর্ধশতরান রয়েছে। আর আরসিবিও তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রয়েছে চার নম্বরে।
