রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | নাইটদের কোচ-মেন্টরের মধ্যে মতানৈক্য? ইডেনের পিচ নিয়ে নাটক চরমে

Sampurna Chakraborty | ০২ এপ্রিল ২০২৫ ২১ : ০৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কেকেআর-সানরাইজার্স ম্যাচের আগে দুই দলের দিকে যত না নজর, তার থেকে ঢেরগুণ বেশি আগ্রহ ইডেনের পিচ নিয়ে। কেমন হবে ক্রিকেটের নন্দন কাননের উইকেট? নিজের জেদ বজায় রেখে স্পোর্টিং উইকেটেই টিকে থাকবেন সুজন মুখার্জি? নাকি কেকেআরের টিম ম্যানেজমেন্টের নির্দেশ মতো টার্নিং ট্র্যাক হবে? উইকেট নিয়ে ঝামেলা ঢুকে পড়েছে নাইটদের অন্দরমহলেও। কান পাতলে শোনা যাচ্ছে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে এই নিয়ে মতপার্থক্য হয় মেন্টর ডিজে ব্রাভোর। যদিও সাংবাদিক সম্মেলনে ক্যারিবিয়ান তারকার কথায় সেই আঁচ মেলেনি। মুম্বইয়ের কাছে বিশ্রী হারে চিন্তিত নন ডিজে ব্রাভো। জানান, সবে টুর্নামেন্টের শুরু। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। ইডেনের পিচ নিয়ে চর্চা চলছে। কেকেআরের বোলারদের সুবিধার্থে স্পিন সহায়ক উইকেট চাইছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। এদিকে স্পোর্টিং উইকেট বদলাতে চান না ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারের পর থেকেই চর্চায় আসে পিচ। যদিও এই নিয়ে বিশেষ ভাবিত নন নাইটদের মেন্টর। ব্রাভো বলেন, 'আমি পিচ নিয়ে বিশেষ কিছু জানি না। যে দল ভাল খেলবে, তাঁরা জিতবে। পিচ মন্থর হোক, বা টার্নিং। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। আমাদের হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে হবে।' 

ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দুরমুশ হওয়ার পর, ঘরের মাঠে প্রত্যাবর্তনের খোঁজে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত আইপিএলে ইডেনের সবুজ গালিচায় ঝড় তুলেছিলেন হেনরিচ ক্লাসেন। তবে দুই দলের মধ্যে শেষ সাক্ষাৎ গতবছর ফাইনালে। সানরাইজার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় কেকেআর। সেটাই এবারও মোটিভেশন নাইটদের। শুরুতে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার বিধ্বংসী জুটি। তারপর রয়েছেন ঈশান কিষাণ, হেনরিচ ক্লাসেন। অরেঞ্জ আর্মিদের হয়ে অভিষেক ম্যাচেই শতরান করেন উইকেটকিপার ব্যাটার‌। অনিকেত বর্মাও রানের মধ্যে আছেন। তবে হায়দরাবাদ বধের মন্ত্র ছকে ফেলেছে নাইটরা। কেকেআরের মেন্টর জানালেন, শুরুতেই ভাঙতে হবে বিপজ্জনক ওপেনিং জুটি। ব্রাভো বলেন, 'আমাদের বোলাররা ভাল বল করছে। আগের ম্যাচে আমরা বড় রান করতে পারিনি। তবে ওরা ম্যাচটা আমাদের জন্য ওপেন করে দেওয়ার ক্ষমতা রাখে। হায়দরাবাদ শুরুটা ভাল না করতে পারলে, পরের দিকে হিমশিম খায়। ওদের আক্রমনাত্মক প্লেয়ার আছে। তবে আমাদেরও রক্ষণাত্মক প্ল্যান তৈরি। চাপে পড়লে আমরা সেটা কাজে লাগাব। আমাদের লক্ষ্য থাকবে উইকেট তুলে নেওয়া। আমাদের অভিধান মেনে খেলতে হবে।'

নাইটদের সবচেয়ে চিন্তার জায়গা ব্যাটিং। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ডাহা ব্যর্থ। ভেঙ্কটেশ আইয়ারও রানের মধ্যে নেই। কিন্তু বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে চান না ব্রাভো। স্পষ্ট জানিয়ে দিলেন, মাত্র দুটো ম্যাচের ভিত্তিতে কাউকে বিচার করা যাবে না। ব্রাভো বলেন, 'আমাদের মোট ১৪ ম্যাচ খেলতে হবে। মাত্র দুটো ম্যাচের পর কারোর মূল্যায়ন করা যাবে না। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। কেউ একটানা ১৪ ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। রিঙ্কু, রাসেলের সাফল্য রয়েছে। ওরা অবশ্যই রানে ফিরবে। আমাদের আত্মবিশ্বাস জোগাতে হবে।' চোটের জন্য প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি হেনরিচ নোখিয়া‌। সানরাইজার্সের বিরুদ্ধেও খেলার সম্ভাবনা কম জানালেন ব্রাভো। তবে শীঘ্রই তাঁর বেগুনি জার্সিতে অভিষেক হতে চলেছে।


Kolkata Knight RidersDJ BravoEden GardensIPL 2025

নানান খবর

নানান খবর

গেইল-ডি'ভিলিয়ার্স অতীত, বেঙ্গালুরুর দ্রুততম অর্ধশতরানের মালিক এই ক্যারিবিয়ান তারকা

মুম্বই ইন্ডিয়ান্স নয়, চ্যাম্পিয়ন হিসেবে এই দলকে বেছে নিলেন সানি

নেহরার 'সিক্রেট সিগন্যাল'এ বাজিমাত সিরাজ-প্রসিদ্ধের? ভাইরাল ভিডিও

আইপিএল জিততে হলে কী করতে হবে কোহলিদের? বাতলে দিলেন প্রাক্তন তারকা

এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া

আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

সোশ্যাল মিডিয়া