আজকাল ওয়েবডেস্ক: প্রবল কম্পন, সেই কম্পনের জেরেই কয়েক ফুট পর্যন্ত আছড়ে পড়েছে সমুদ্রের জল। বহু জায়গায় সুনামি সতর্কতা। আশঙ্কায় সরানো হয়েছে লক্ষ লক্ষ বাসিন্দাদের। তবে প্রশান্ত মহাসাগরের পর কি এবার সুনামি আছড়ে পড়বে ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে? বুধবার সকাল থেকেই তীব্র হচ্ছিল আশঙ্কা। প্রশান্ত মহাসাগরের পর এবার কি ভারত মহাসাগর? এবার কি ছারখার হবে ভারত?

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সুনামির আঘাতে ভারত তছনছ হবে কি না? তার উত্তর মিলেছে। ভারতীয় সুনামি সতর্কীকরণ পরিষেবা (আইএনসিওআইএস) নাকি বুধবারেই সেই তথ্য জানিয়েছে। কী বলা হয়েছে তাতে? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার INCOIS নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের সঙ্গে ভারত বা ভারত মহাসাগর অঞ্চলে কোনও সুনামির আশঙ্কা নেই। তথ্য, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে ৩০ জুলাই ২০২৫ তারিখে ০৪:৫৪ IST (২৯ জুলাই ২০২৫ তারিখ ২৩:২৪ UTC) তে ৮.৭ মাত্রার একটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। কামচাটকার পূর্ব উপকূলে ৫২.৫৭° উত্তর, ১৬০.০৮° পূর্ব অক্ষাংশে এই ভূমিকম্পটি ঘটে। INCOIS নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের সঙ্গে ভারত বা ভারত মহাসাগর অঞ্চলে কোনও সুনামির আশঙ্কা নেই।

 

আরও পড়ুন: ভারতীয় পণ্যে ২৫% শুল্ক, বন্ধু ভারতের সঙ্গে চরম শত্রুতা করে দিলেন 'হিংসুটে' ট্রাম্প! কারণ যা জানা গেল...


 বুধবার ভোরে রাশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। এই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়েছে রাশিয়া ও জাপানে। ২০১১ সালের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি আছড়ে পড়ল। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে আলাস্কা, হাওয়াই, নিউজিল্যান্ড পর্যন্ত আরও একাধিক উপকূলীয় এলাকায়। 


আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামির ১.৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে তোকাচিতে। হোক্কাইডোর দক্ষিণ উপকূলীয় এলাকাতেও আছড়ে পড়ছে সুনামির উঁচু ঢেউ। 


বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপানে ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূপৃষ্ঠ থেকে ২০.৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা। প্রথম ভূমিকম্পের পর আরও একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রাও ছিল ৬.৯। 

রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি সুনামির চরম সতর্কতা। আজ বুধবার আলাস্কা, হাওয়াই সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে শুরু করেছে সুনামির ঢেউ। 
সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভূমিকম্প এবং সুনামি ঘিরে সকল নাগরিককে সতর্ক করেন। তিনি লেখেন, 'প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্পের কারণে, হাওয়াইয়ে বসবাসকারীদের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির উপর নজরদারি চলছে। জাপানও ঝুঁকির মধ্যে রয়েছে। সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন।'