শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ০১ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: চাকরি জীবনের শেষ দিন, তারপরেই অবসর জীবন। কিন্তু শেষ দিনেই মর্মান্তিক পরিণতি। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইট এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দার। তিনি ওই ট্রেনের ইঞ্জিন চালক ছিলেন। নাম গঙ্গেশ্বর মাল (৬৫)। বাড়ি জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায়। চাকরির শেষ দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইতিমধ্যে গঙ্গেশ্বরের দেহ আনার জন্য ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে তিনটে নাগাদ গোড্ডা জেলা লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাই ট্রেন ফরাক্কা এনটিপিসির উদ্দেশে যাচ্ছিল। ঝাড়খণ্ডের বারহাইট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মালগাড়িটির। দুটি ইঞ্জিনের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মৃত্যু হয় অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালের। আহত হয়েছেন কমপক্ষে ছ'জন।
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ জানান, 'পাঁচ বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর এক্সটেনশনে ট্রেনের চালক হিসেবে কাজ করছিলেন জিয়াগঞ্জের ভট্টপাড়ার বাসিন্দা গঙ্গেশ্বর মাল। মার্চ মাসের ৩১ তারিখে তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল। ঝাড়খণ্ড থেকে আজিমগঞ্জ জংশনে ফিরে এসে ট্রেন ইঞ্জিন জমা করে তাঁর বাড়ি ফেরার কথা ছিল।'
আড়ো জানান, 'এলাকায় অত্যন্ত মিশুকে এবং জনপ্রিয় ছিলেন গঙ্গেশ্বর মাল। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ শহরের সাধারণ মানুষের মধ্যে সাঁতার শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য তাঁর অবদান অসামান্য।'
স্থানীয় সূত্রের খবর, সময় সুযোগ পেলেই এলাকার কচিকাঁচাদেরকে বিভিন্ন পুকুরে সাঁতার শেখাতে নেমে যেতেন গঙ্গেশ্বরবাবু। মুর্শিদাবাদ জেলায় প্রতি বছর অনুষ্ঠিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় গঙ্গেশ্বর সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। ওই প্রতিযোগিতার অংশ হিসেবে জিয়াগঞ্জ শহর থেকে অনুষ্ঠিত ১৯ কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতাতেও গঙ্গেশ্বর উপস্থিত থাকতেন।
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান বলেন, 'গঙ্গেশ্বরবাবুর উদ্যোগে এবং পুরসভার প্রচেষ্টায় জিয়াগঞ্জ শহরে গড়ে উঠছে অত্যাধুনিক একটি সুইমিং পুল। আমাদের পরিকল্পনা ছিল চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পর তাঁকে ওই সুইমিং পুলে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করার। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল।'
তিনি আরও বলেন, 'গঙ্গেশ্বরবাবুর দেহ আনার জন্য আমরা যাবতীয় বন্দোবস্ত করেছিলাম। কিন্তু আমরা খবর পেয়েছি রেলের তরফ থেকে তাঁর দেহ মুর্শিদাবাদ জেলায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গেশ্বরবাবুর পরিবারের যে কোনও প্রয়োজনে আমরা তাঁদের পাশে রয়েছি।'
নানান খবর

নানান খবর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

আবহাওয়ার মুড বদল, পরপর ৫ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, রইল বিরাট আপডেট

ভুট্টা ক্ষেতে লাল ট্রলি ব্যাগ, ভিতরে ‘দলা পাকানো’ লাশ!

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও