মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ক্ষেতের জঞ্জালে আগুন, মুহূর্তে ছড়িয়ে পুড়িয়ে দিল বিঘার পর বিঘার ফসল, মাথায় হাত কৃষকদের

Riya Patra | ২৭ মার্চ ২০২৫ ১৮ : ৩৬Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের দুই প্রান্তে দু'টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন জেলার বেশ কয়েকজন কৃষক। মাঠে পড়ে থাকা খড় থেকে হঠাৎ করে লাগা আগুনের জন্য ভস্মীভূত হয়ে গেল প্রায় ৬০ বিঘা জমিতে উৎপাদিত গম। বিপুল এই ক্ষতির ফলে মাথায় হাত পড়েছে চাষীদের। 

অগ্নিকাণ্ডের ঘটনা দু'টি ঘটেছে ডোমকল থানা এলাকার শ্রীকৃষ্ণপুর এবং হরিহরপাড়া থানার আন্দুলপুর-উত্তরপাড়ার মাঠে। 
বৃহস্পতিবার দুপুর নাগাদ আগুন লাগার প্রথম ঘটনাটি ঘটে হরিহরপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গম কাটার পর এক ব্যক্তি নিজের জমিতে পড়ে থাকা খড়ে আগুন ধরিয়ে দেন।  হাওয়ার দাপটে সেই আগুন দ্রুত  আশেপাশের মাঠে ছড়িয়ে পড়ে। 

গোলাম মোস্তফা নামে এক চাষী জানান ,'আজ দুপুর নাগাদ হাওয়ার দাপট খুব বেশি থাকায় দ্রুত ওই আগুন শুকনো গমের ক্ষেতে ছড়িয়ে পড়তে থাকে। দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় বাসিন্দারা বহু চেষ্টা করলেও বেশিরভাগ গমের ক্ষেত পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। '
 
গ্রামবাসীরা জানান, সকলে মিলে চেষ্টা করে এবং দুটি হারভেস্টার মেশিন আশেপাশের গ্রাম থেকে নিয়ে এসে কোনওক্রমে ২-৩ বিঘা জমির গম কেটে দ্রুত অন্যত্র সরিয়ে  কয়েকজন চাষীর অল্প কিছু গম বাঁচানো সম্ভব হয়েছে। 

অন্যদিকে প্রায় একই সময়ে ডোমকলের শ্রীকৃষ্ণপুর -কুচোমোড়া এলাকায় একটি মাঠে লাগা আগুনে ভস্মীভূত হয়ে গেছে প্রায় ৪০ বিঘা জমিতে উৎপাদিত গম এবং অন্য কিছু ফসল।
 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ দুপুরে  শ্রীকৃষ্ণপুর-কুচোমোড়ার মাঠে লাগা আগুনে গমের সঙ্গে প্রচুর কলা ,পটল এবং তিলের জমির সম্পূর্ণ ফসল ভস্মীভূত হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পল্টু মিঞা জানান,' আজ দুপুর নাগাদ এক চাষী নিজের জমি থেকে গম তুলে নেওয়ার পর ক্ষেতে পড়ে থাকা খড়ে আগুন দেন। কিন্তু সেই আগুন ওই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারেননি। হাওয়ার দাপটে দ্রুত ওই আগুন আশেপাশের জমিতে ছড়িয়ে পড়তে থাকে।'
 
তিনি জানান,' আমার নিজের তিন বিঘা জমির গম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু চাষীর জমিতে উৎপাদিত গম সম্পূর্ণ পুড়ে গিয়েছে। '

ওই পঞ্চায়েত সদস্য জানান, 'এক বিঘা জমিতে প্রায় ৮ কুইন্টাল গম উৎপাদন হয়। অনেক চাষী ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে গম চাষ করেছিলেন। তাদের আশা ছিল উৎপাদিত ফসল বিক্রি করে ধার শোধ করে দিতে পারবেন। হঠাৎ করে লাগা এই আগুনে আজ অনেকের সারা বছরের রোজগার পুড়ে ছাই হয়ে গিয়েছে।'
 
গ্রামবাসীরার অভিযোগ করেন,  চাষের জমিতে আগুন লাগার পরই দমকলকে খবর দেওয়া হলেও তারা প্রায় দেড় ঘন্টা পর গ্রামে এসে পৌঁছায়। গ্রামবাসীরা নিজেরাই কয়েকটি ট্রাক্টর নিয়ে এসে জমিতে আল কেটে দেন যাতে পাশের জমিতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। এছাড়াও আশেপাশের পুকুর থেকে জল নিয়ে এসে চাষের জমিতে ঢেলে বৃহস্পতিবার বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।


Fire in MurshidabadDevastating fireFire Incident

নানান খবর

নানান খবর

চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া