আজকাল ওয়েবডেস্ক: ফ্যাশনেও আছেন, বিতর্কেও আছেন। উরফি জাভেদ মানেই স্পটলাইটের আলো, আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। পোশাকের যে বিভিন্নতা তাঁর জনপ্রিয়তার মূলে, সেই পোশাক নিয়েই অবশ্য মাঝেমধ্যে কটাক্ষের শিকার হতে হয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদকে। এবার ফের এমন একটি পোশাক পরে ক্যামরার সামনে ধরা দিয়েছেন উরফি যা দেখে ঘুম ছুটেছে নেটিজেনদের একাংশের।
সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন একটি পোশাক পরে ছবি দিয়েছেন উরফি। কিন্তু সেই পোশাকটি সাধারণ কাপড়ের তৈরি নয়। তৈরি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। পোশাকটি কিছুটা গাউনের মতো। উপরের অংশটিতে সাদা ও সোনালী বিডস দিয়ে এমব্রয়ডারি করা। কোমরের নিচের অংশের পুরোটাই স্বচ্ছ প্লাস্টিকের তৈরি। ছবির পাশাপাশি, কীভাবে তিনি পোশাকটি পরেছেন তার ভিডিও নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন উরফি।
ইনস্টাগ্রামে উরফি জাভেদের অনুরাগীর সংখ্যা ৫৪ লক্ষেরও বেশি। ছবি এবং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই ঝড়ের মতো ভাইরাল হয়েছে মডেলের নতুন অবতার। উরফির নতুন ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১০ কোটির বেশি মানুষ। ভক্তরা যেমন উরফির বোল্ড লুকের প্রশংসা করেছেন, তেমনই নেটিজেনদের একাংশের থেকে ভেসে এসেছে কটাক্ষও। কেউ কটাক্ষ করে লিখেছেন, “যে পোশাকে সব দেখা যায়, সেই পোশাক পরার দরকারটাই বা কী?” কারও দাবি, এরকম পোশাকে সমাজকে কলুষিত করছেন মডেল।
তবে বরাবরের মতোই, সমালোচনা নিয়ে বিশেষ ভাবিত নন উরফি। এর আগেও কখনও সেফটি পিনের পোশাক পরে কখনও বা উন্মুক্ত বক্ষ মোবাইলে ঢেকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। কাজেই বিতর্ক তাঁর কাছে নতুন নয়।
