আজকাল ওয়েবডেস্ক: 'সুস্থ থাকো, খুশিতে থাকো।' কেকেআরের হোটেলে পা রেখেই নাইটদের এই বার্তা দিলেন শাহরুখ খান। শনিবার কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেগা ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি পড়বে। তার আগের রাতেই শহরে চলে আসেন কিং খান। একটুও সময় নষ্ট করেননি। হোটেলে পৌঁছেই সটান চলে যান দলের সঙ্গে দেখা করতে। ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফ, সাধারণ স্টাফ, সবার সঙ্গে আলাপচারিতা সারেন। আলিঙ্গন করেন। শনিবার কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ক্রিকেটার এবং কোচিং স্টাফের সঙ্গে কথা বলতে দেখা যায় শাহরুখকে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'কিং খান কা প্যার, নাইটস কে নাম।' 

শুক্রবার রাতে হোটেলের মিটিং রুমে প্লেয়ারদের উদ্দেশে বার্তা দেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক। শাহরুখ বলেন, 'সুস্থ থেকো, খুশিতে থেকো। সবার দেখভাল করার জন্য চন্দু স্যারকে ধন্যবাদ। নতুন সদস্যদের স্বাগত।' চ্যাম্পিয়ন দলের অধিকাংশ প্লেয়ারকে রেখে দেওয়া হয়েছে। তবে আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। নাইটদের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁর উদ্দেশে বিশেষ বার্তা রাখেন বাদশা। শাহরুখ বলেন, 'আমাদের যোগ দেওয়ার জন্য এবং আমাদের অধিনায়ক হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ভগবান তোমার মঙ্গল করুক। আশা করছি তুমি এখানে ভাল বাড়ি খুঁজে পাবে। আমাদের সবাইকে নিয়ে ভাল খেলো।' এছাড়াও সমস্ত প্লেয়ারদের উদ্দেশে শাহরুখ বলেন, 'ভগবান তোমাদের মঙ্গল করুক। সবাই ভাল একটা সন্ধে‌ কাটাও। ভাল ম্যাচ হোক। সবাই সুস্থ থেকো।' শনিবাসরীয় রাতে শুরুতে ভূমিকা বদল কিং খানের। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। উদ্বোধনী অনুষ্ঠান থেকে ম্যাচ, সবেতেই বাঁধ সাধতে পারে বৃষ্টি।