মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | স্বস্তির বৃষ্টি ‘কাল’ হয়ে নামল ধান চাষিদের জীবনে

Rajat Bose | ২২ মার্চ ২০২৫ ১৪ : ০২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমে গত কয়েকদিনে হাঁসফাঁস করছিলেন দক্ষিণবঙ্গবাসী। মার্চ মাসের শেষের দিকেই স্বস্তির বৃষ্টি ‘‌কাল’‌ হয়ে নামল ধান চাষীদের জীবনে। কারণ, বৃষ্টির সঙ্গে পড়েছে শিলা। মার্চ মাসের প্রায় শেষের দিক আর চৈত্রের মাঝামাঝি কালবৈশাখীর তাণ্ডব আর শিলাবৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি ধান চাষে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ এবং দাঁতন ২ ব্লকে শুক্রবার সন্ধে থেকে হঠাৎ করে দশ মিনিটের বেশি সময় ধরে চলা প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি। মাঝে কিছুটা সময় বৃষ্টি বন্ধ হলেও, শুক্রবার সারারাত এবং শনিবার সকাল পর্যন্ত চলে প্রবল শিলাবৃষ্টি। যার জেরে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট। বিশাল ক্ষতির মুখে পড়ে মাথায় হাত ধান চাষীদের। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ চাষীরা।

 জানা গিয়েছে, দাঁতন দুই ব্লকের জেনকাপুর অঞ্চলের বামনদা, কাড়িয়া, আঙ্গুয়া অঞ্চলের পলশিয়া, মোহনপুরের চকইসমাইল, সাউটিয়া, নীলন্দা অঞ্চল সহ একাধিক গ্রামে ঝড়–সহ প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে চলে শিলাবৃষ্টি। প্রবল ঝড়ে একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। রাস্তায় গাছ ভেঙে পড়ে। শিলাবৃষ্টির দাপটে জমিতেই নষ্ট হয়ে যায় সমস্ত পাকা ধান। শুধু পাকা ধানই নয়, কাঁচা ধান–সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে কৃষকরা। তাঁরা জানান, বিঘা প্রতি জমিতে ধান চাষে খরচ প্রায় হাজার পাঁচেক টাকা। কেউ চড়া সুদে ঋণ নিয়ে লাভের আশায় ধান চাষ করেছিলেন। যেটুকু ধান পড়ে রয়েছে, তা ঝাড়াই করতেই অনেক বেশি খরচ হয়ে যাবে। পাকা ধান তোলার ঠিক আগেই শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ ক্ষতিগ্রন্থ চাষীদের। 

প্রবীণ দে নামে এক কৃষক বলেন, ‘‌এইরকম শিলাবৃষ্টি আমি আগে কখনও দেখিনি। জমির সব ফসল নষ্ট করে দিল। ধারদেনা করে চাষ করেছিলাম। কী করে ঋণ শোধ করব বুঝতে পারছি না। আমরা চাই সরকার সাহায্য করুক।’‌ অন্যদিকে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান জানিয়েছেন, ঝড় ও শিলাবৃষ্টিতে এলাকায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। ১০০ শতাংশ ফসল নষ্ট হয়ে গিয়েছে দাঁতন এলাকায়। যা পূরণ করা খুব মুশকিল। বিশেষ করে পান, ধান, বাদাম চাষের প্রচুর ক্ষতি হয়েছে। অধিকাংশ জমি প্রবল বৃষ্টিতে ডুবে গিয়েছে।’‌ তাঁর কথায়, ডানা ঝড়ের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। বিমার মাধ্যমে কৃষকরা ক্ষতিপূরণ পেয়েছিলেন। ইতিমধ্যে খড়গপুর মহকুমাশাসককে বিষয়টি পুরো জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। পুরো এলাকার দিকে নজর রাখছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।

 


Hail StormSouth BengalDamages Paddy

নানান খবর

নানান খবর

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

সোশ্যাল মিডিয়া