আজকাল ওয়েবডেস্ক: নেতার আর্মব্যান্ড তাঁর হাতে আর নেই। এমনকী ওপেনিংও করতে পারবেন না তিনি। 

এবারের আইপিএলে নতুন করে শুরু করবেন লোকেশ রাহুল। এবার দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার কেএল রাহুল। লখনউ সুপার জায়ান্টসে তিন বছর কাটানোর পরে রাহুল এবার দল বদলেছেন। 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফ্যাফ দু প্লেসি এবং অভিশেক পোড়েলের মতো খেলোয়াড়।  

টুর্নামেন্টের আগে হ্যারি ব্রুক নিজেকে সরিয়ে নেওয়ার ফলে দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা বড় সড় ধাক্কা খেয়েছে। হ্যারি ব্রুক সরে যাওয়ায় দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক একজন ডান হাতি ব্যাটসম্যানকে মিডল অর্ডারে চাইছে। লোকেশ রাহুল ওই মিডল অর্ডারকে নির্ভরতা দেবেন। 

২০১৯ সালের পরে এই প্রথম লোকেশ রাহুল কোনও দলকে নেতৃত্ব দিচ্ছেন না। ২০২০ এবং ২০২১ সালে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন রাহুল। লখনউয়ের ক্যাপ্টেন ছিলেন গত তিন বছর। এবার তাঁকে অধিনায়ক হওয়ার জন্য বলা হলেও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অক্ষর প্যাটেলকে দেওয়া হয় ক্যাপ্টেনের দায়িত্ব। 

২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। সেবার আরসিবি ফাইনালে পৌঁছেছিল। ওপেনিং স্লট ছাড়া অন্য ব্যাটিং পজিশনে লোকেশ রাহুল ৩৩টি ম্যাচ খেলেছেন। ৫০০ রান করেন তিনি। বিভিন্ন ব্যাটিং পজিশনে ব্যাট করার জন্য নিজেকে তৈরি করেছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোকেশ রাহুল ৬ নম্বরে ব্যাট করেন। টেস্ট ফরম্যাটে ওপেন থেকে মিডল অর্ডারে ব্যাট করেছেন লোকেশ রাহুল। এবার দিল্লির হয়ে মিডল অর্ডারে তিনি কী করেন সেটাই দেখার।