আজকাল ওয়েবডেস্ক: আইনত পরকীয়া বহু দেশেই অবৈধ নয়। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে পরকীয়ার মতো বিশ্বাসভঙ্গের ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তেমনই এক ঘটনার সাক্ষী রইলেন সারা ম্যাকলিন নামের এক বধূ। আচমকাই জানতে পারলেন গত নয় বছর ধরে অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন স্বামী।

সারা সম্প্রতি সমাজমাধ্যমে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। সারার সেই জবানবন্দি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঠিক কী বলেছেন তিনি? সারা জানিয়েছেন, তিনি তখন ৩৩ মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করেই স্বামী তাঁকে বলেন, মায়ের বাড়িতে থাকতে যাচ্ছেন তিনি। স্বামী এই অবস্থায় স্ত্রীর যত্ন না নিয়ে মায়ের সঙ্গে থাকবেন এই বিষয়টি শুনে কিছুটা অবাকই হয়েছিলেন ওই গৃহবধূ। কিন্তু তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে যখন তিনি জানতে পারেন, স্বামী মায়ের বাড়িতে না গিয়ে রয়েছেন এক ‘বন্ধু’র বাড়িতে।

বিষয়টি মানতে পারেননি ওই বধূ। গোটা বিষয়টি নিয়ে একটি ভিডিও বানান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন সেই ভিডিও। এর পরেই এক মহিলা তাঁর ভিডিওতে মন্তব্য করে জানান, বহুদিন থেকেই সারার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তিনি। কিন্তু কখনওই তিনি ফোন তোলেন না। ফের সন্দেহ জাগে সারার মনে। এবার আবার অবাক হওয়ার পালা। নিজের ফোন পরীক্ষা করে দেখেন ওই মহিলার ফোন নম্বর ব্লক করা রয়েছে তাঁর ফোনে! কিন্তু কে ব্লক করল? সারা বাদে তো এক জনই তাঁর ফোন খুলতে পারেন! তাঁরই স্বামী! তবে কি তিনিই এই কাজ করেছেন? নিজের ফোনের ব্লক লিস্ট পরীক্ষা করে চোখ কপালে ওঠে বধূর। দেখেন এক দু'জন নন, ২০০-রও বেশি মহিলার ফোন নম্বর ব্লক করা রয়েছে তাঁর ফোনে! আর সহ্য করতে পারেননি সারা। স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি। চাপের মুখে স্বামী স্বীকার করেন স্ত্রীর পিছনে প্রায় দুই শতাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শেষ পর্যন্ত সারা সিদ্ধান্ত নিয়েছেন আর নয়, এই স্বামীর সঙ্গে ঘর করবেন না তিনি। এবার হাঁটবেন বিচ্ছেদের পথে।