আজকাল ওয়েবডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা অনেকটাই ঢেকে দিয়েছে। কিন্তু তারই মধ্যে টিম ইন্ডিয়ার সমস্যার জায়গা তুলে ধরতে দ্বিধা করলেন না সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন অধিনায়ক সরাসরি জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেটে কিছু ভুলভ্রান্তি রয়েছে ভারতীয় দলের। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। সৌরভ জানান, শুভমন গিল এবং ঋষভ পন্থের মতো প্লেয়ারদের লাল বলের ক্রিকেটে বড় রান করতে হবে। প্রাক্তন বোর্ড সভাপতি মনে করেন, বিদেশের মাটিতে এগিয়ে আসতে হবে তরুণ ব্রিগেডকে। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। জুন মাসে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। পাঁচ টেস্টেই ব্যর্থ হবেন বিরাট কোহলি, এমন মনে করছেন না সৌরভ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের মধ্যে পড়বে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে নামতে চাইবে রোহিত, কোহলিরা। সৌরভ জানান, বিদেশের মাঠে একাধিক ভারতীয় প্লেয়ারের গড় ৪০ এর কম। উন্নতি না করতে পারলে, আবারও ভুগতে হবে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'বিরাট কোহলি এবং যশস্বী জয়েসওয়াল ছাড়া ঘরের বাইরে কোনও ভারতীয় ক্রিকেটারের গড় ৪০ নয়। ভাল টেস্ট দল হতে হলে, প্রথম ছয় ব্যাটারের মধ্যে তিন থেকে চারজন ব্যাটারের গড় ৫০ এর কাছাকাছি হওয়া উচিত।' ইংল্যান্ডে ভাগ্য ফেরাতে হলে ভাল ব্যাট করতে হবে, জানান প্রাক্তন অধিনায়ক। রান পেতে হবে যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএল রাহুলকে।
