শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ভূতুড়ে' ভোটার বাছতে জেলাস্তরে কমিটি গঠনের নির্দেশ, বিধানসভা ভোটে চার জেলায় দলের খারাপ ফল নিয়ে ক্ষুব্ধ অভিষেক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ মার্চ ২০২৫ ১৯ : ০৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি করা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রে জানানো হয়েছিল, ১৫ মার্চ ভার্চুয়ালি বৈঠক করবে অভিষেক। সেই বৈঠকে রাজ্য কমিটির সকল সদস্য, সব জেলা সভাপতি এবং সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই নির্দেশ মতোই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রায় সাড়ে চার হাজার প্রতিনিধি। সেই বৈঠকেই ভুয়ো ভোটার নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক। এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে চারটি জেলায় দলের খারাপ ফল নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভার্চুয়ালি বৈঠকটি শুরু হয়। তৃণমূল সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুয়ো ভোটার এবং ভোটার তালিকা সংশোধনের জন্য জেলাস্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। ২১ থেকে ২৭ মার্চের মধ্যে পাঁচ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কমিটি তৈরির ক্ষেত্রে সাংসদ-বিধায়কদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন অভিষেক। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কিছু এজেন্সিকে কাজে লাগিয়ে ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করেছে। 

গত বিধানসভা নির্বাচনে মালদা, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরে দলের খারাপ পারফরম্যান্সের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। তিনি বলেন, ''পূর্ব মেদিনীপুরে নিজেরা ঝগড়া করে হেরেছি। ভাবুন কী কাজ করছি, ভাবুন একবার। নিজেরা ঝগড়া করে অন্যদের সুবিধা করে দিচ্ছেন। একটু পরিশ্রম করলে কাঁথিতে জিততে পারতাম।'' তিনি আরও বলেন, ''মালদায় ফল খারাপ হয়েছে। মালদা নিয়ে আমি আলাদা বৈঠক করব।'' এর পাশাপাশি তাঁর নির্দেশ, ''যে সব জায়গায় ৭০ শতাংশ ভোটে হেরেছি সেই সব জায়গায় বুথ এবং অঞ্চল সভাপতি পরিবর্তন করতে হবে।'' দলের প্রতিনিধিদের টার্গেট বেঁধে দিয়ে অভিষেক বলেন, ''ফল যতই খারাপ হোক না কেন এই চার জেলা থেকে অন্তত ১২টি আসনে জিততে হবেই।''

পাশাপাশি আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে এবার কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক। তিনি জানান, কেউ তার বা আই প্যাকের নাম করে কিছু দাবি করলে এই ৮১৪২৬৮১৪২৬ নম্বরে জানাতে। তাঁর সাফ বার্তা, ''পদ পাইয়ে দেওয়ার নাম করে, আমার নাম করে বা আইপ্যাকের নাম করে কোনও টাকা তোলা যাবে না।'' 


Abhishek BanerjeeTMCVirtual meetingVoter list

নানান খবর

নানান খবর

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া