মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ভূতুড়ে' ভোটার বাছতে জেলাস্তরে কমিটি গঠনের নির্দেশ, বিধানসভা ভোটে চার জেলায় দলের খারাপ ফল নিয়ে ক্ষুব্ধ অভিষেক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ মার্চ ২০২৫ ১৯ : ০৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি করা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রে জানানো হয়েছিল, ১৫ মার্চ ভার্চুয়ালি বৈঠক করবে অভিষেক। সেই বৈঠকে রাজ্য কমিটির সকল সদস্য, সব জেলা সভাপতি এবং সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই নির্দেশ মতোই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রায় সাড়ে চার হাজার প্রতিনিধি। সেই বৈঠকেই ভুয়ো ভোটার নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক। এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে চারটি জেলায় দলের খারাপ ফল নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভার্চুয়ালি বৈঠকটি শুরু হয়। তৃণমূল সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুয়ো ভোটার এবং ভোটার তালিকা সংশোধনের জন্য জেলাস্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। ২১ থেকে ২৭ মার্চের মধ্যে পাঁচ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কমিটি তৈরির ক্ষেত্রে সাংসদ-বিধায়কদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন অভিষেক। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কিছু এজেন্সিকে কাজে লাগিয়ে ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করেছে। 

গত বিধানসভা নির্বাচনে মালদা, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরে দলের খারাপ পারফরম্যান্সের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। তিনি বলেন, ''পূর্ব মেদিনীপুরে নিজেরা ঝগড়া করে হেরেছি। ভাবুন কী কাজ করছি, ভাবুন একবার। নিজেরা ঝগড়া করে অন্যদের সুবিধা করে দিচ্ছেন। একটু পরিশ্রম করলে কাঁথিতে জিততে পারতাম।'' তিনি আরও বলেন, ''মালদায় ফল খারাপ হয়েছে। মালদা নিয়ে আমি আলাদা বৈঠক করব।'' এর পাশাপাশি তাঁর নির্দেশ, ''যে সব জায়গায় ৭০ শতাংশ ভোটে হেরেছি সেই সব জায়গায় বুথ এবং অঞ্চল সভাপতি পরিবর্তন করতে হবে।'' দলের প্রতিনিধিদের টার্গেট বেঁধে দিয়ে অভিষেক বলেন, ''ফল যতই খারাপ হোক না কেন এই চার জেলা থেকে অন্তত ১২টি আসনে জিততে হবেই।''

পাশাপাশি আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে এবার কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক। তিনি জানান, কেউ তার বা আই প্যাকের নাম করে কিছু দাবি করলে এই ৮১৪২৬৮১৪২৬ নম্বরে জানাতে। তাঁর সাফ বার্তা, ''পদ পাইয়ে দেওয়ার নাম করে, আমার নাম করে বা আইপ্যাকের নাম করে কোনও টাকা তোলা যাবে না।'' 


Abhishek BanerjeeTMCVirtual meetingVoter list

নানান খবর

নানান খবর

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

সোশ্যাল মিডিয়া