শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | 'নেহা'-র প্রলোভনে পা! পাক আইএসআই এজেন্টকে ভারতের গোপন নথি 'পাচার', গ্রেপ্তার উত্তরপ্রদেশের এক বাসিন্দা

RD | ১৪ মার্চ ২০২৫ ১৯ : ২৮Rajit Das


আজকাল ওয়েবজডেস্ক: পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ফিরোজাবাদের একটি অস্ত্র কারখানায় কর্মরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। শুক্রবার উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলাব্জা চৌধুরী জানিয়েছেন যে, ধৃত রবীন্দ্র কুমার এ দেশের সংবেদনশীল তথ্য পাচার করেছেন। তিনি, গঙ্গায়ণ মহাকাশ প্রকল্প এবং সেনার সামরিক সরবরাহ ড্রোনের পরীক্ষা-সহ গোপন তথ্য পাচার করেছিলেন। একই অপরাধেব রবীন্দ্র কুমারের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলাব্জা চৌধুরী জানিয়েচেন, রবীন্দ্র কুমার ভারতের জাতীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি পাচার করতেন 'নেহা' নামে একজনকে। গোয়েন্দাদের অনুমান, 'নেহা' আসলে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) এজেন্ট। আর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতানোর জন্য পাকিস্তান যে দীর্ঘদিন ধরে হানিট্র্যাপকে হাতিয়ার করেছে, সেটাই রবীন্দ্রের ক্ষেত্রের ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা। 

উত্তরপ্রদেশের এটিএস-এর তরফে জানানো হয়েছে যে, ফেসবুকের মাধ্যমে রবীন্দ্রের সঙ্গে 'বন্ধুত্ব' পাতিয়েছিল ওই পাকিস্তানি এজেন্ট। আর তার ফাঁদে পা দিয়ে ভারতীয় সেনা, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার করছিল। এটিএসের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) নীলাব্জা চৌধুরী জানিয়েছেন, জেরার জন্য এটিএসের সদর দফতরে ডাকা হয়েছিল। বিস্তারিতভাবে জেরার পরে দেখা যায় যে, ধৃত ব্যক্তি নির্দিষ্ট সময় অন্তর তিনি পাকিস্তানি এজেন্টকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন।

রবীন্দ্র কী কী সংবেদনশীল তথ্য পাচার করেছেন? সেটাও জানিয়েছেন উত্তরপ্রদেশের গোয়েন্দারা। উত্তরপ্রদেশ এটিএসের এডিজি জানিয়েছেন, রবীন্দ্র যে অর্ডন্যান্স ফ্যাক্টরির দৈনিক উৎপাদনের রিপোর্ট, কী কী জিনিসপত্র এসেছে, কী কী জিনিসপত্র আসবে, সেই সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য পাচার করতেন। এছাড়াও, ভারতের জাতীয় সুরক্ষার সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অনুমান করছেন গোয়েন্দারা।

এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এটিএসের গোয়েন্দারা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ ভারতের জাতীয় সুরক্ষার জন্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে হানিট্র্যাপের জাল তৈরি করা হয়। আর তাতেই যাতে তাদের কর্মচারীরা পা না দেন, সেজন্য ভারতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিদেনপক্ষে কিছুটা নজরদারি চালানোর আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশ এটিএসের এডিজি। গোয়েন্দাদের মতে, কর্মচারীদের কথা মাথায় রেখে ভারতের প্রতিরক্ষার জন্য সংবেদনশীল সংস্থাগুলির নিয়মিত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ করা উচিত। তৈরি করা উচিত নীতি। আর সেই কাজটা দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেই করা উচিত বলে মনে করছেন গোয়েন্দারা।


Utter Pradesh Pakistan ISI AgentPakistan Agent Neha

নানান খবর

নানান খবর

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

যে জমিতে তাজমহল নির্মিত, সেটির মালিক শাহজাহান নন, ছিলেন অন্য কেউ, নাম জানেন কি তাঁর?

আবিদা পারভীনসহ একাধিক পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ

জাতিগত জনগণনা নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা কংগ্রেসের, নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি 

জাতিগত জনগণনা নিয়ে আদিত্যনাথের অবস্থান ঘিরে রাজনৈতিক চাপানউতোর, অখিলেশের তোপ

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া