আজকাল ওয়েবডেস্ক : রামনগরের বাধিয়ার কাণ্ডগ্রামে খড়ি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একপ্রকার দিশেহারা কৃষকরা। কাণ্ডগ্রামের বিস্তীর্ণ অংশের মানুষ খড়ি চাষের ওপরেই নির্ভরশীল। একদিকে খড়ির দাম কম। অন্যদিকে, অগ্নিকাণ্ডের ফলে খড়ি চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হল বলে জানাচ্ছেন কৃষকরা।
