সংবাদ সংস্থা মুম্বই: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি’। ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি ও সৌরভ শুক্ল। 'কোর্টরুম ড্রামা’ ঘরানার এই ছবি যেমন প্রশংসিত হয়েছিল সমালোচকদের দ্বারা, তেমনই বক্স অফিসেও সাড়া জাগিয়েছিল সুভাষ কাপুর পরিচালিত এই ছবি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সৌরভ শুক্ল। আর পাওয়ার পরেই এক কাণ্ড করেছিলেন তিনি। জাতীয় পুরস্কার মঞ্চে উঠে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেই নিরাপত্তা বলয় ভেঙে দিয়েছিলেন সৌরভ! হাসিমুখে তাতে সায়-ও দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। 

 

শুরু থেকেই তাহলে বলা যাক। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা নিজের মুখেই জানিয়েছেন সৌরভ শুক্ল। রাষ্ট্রপতির হাত থেকে কীভাবে শিল্পী জাতীয় পুরস্কার গ্রহণ করবেন, তার মহড়া গোটা একটা দিন ধরে দেওয়া হয় সেই শিল্পীকে। তাঁর উপর নিয়ম জারি করা থাকে, দেশের প্রথম নাগরিককে হাতজোড় করে নমস্কার করতে হবে কিন্তু কোনওভাবেই তাঁকে ছোঁয়া যাবে না। কীভাবে মঞ্চে উঠতে হবে, মঞ্চ থেকে কোনদিকে তাকিয়ে ছবি তুলতে হবে সেসবের পাঠও দেওয়া হয়। তাই-ই অক্ষরে অক্ষরে পালন করছিলেন সৌরভ শুক্ল। সেই সময়ে ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর উল্টোদিকে দাঁড়িয়ে যখন ঝুঁকে নমস্কার করছিলেন 'জলি এলএলবি' অভিনেতা, পাল্টা রাষ্ট্রপতিও ভদ্রতা দেখিয়ে খানিক ঝুঁকেছিলেন। আর তারপরেই বর্ষীয়ান এই বলি-অভিনেতার জন্য অপেক্ষা করছিল এক চমক। 

 

সৌরভের কথায়, “রাষ্ট্রপতিজি খানিক ঝুঁকে, স্মিত হেসে ফিসফিসিয়ে আমাকে বললেন, ‘জজ সাহেব, স্রেফ আপনার অভিনয় দেখব বলে এই জলি এলএলবি ছবিটি আমি দু’দুবার দেখেছি।’ এইটে কিন্তু বড় ব্যক্তিগত কথা ছিল। ওঁর মুখ থেকে আসা এই কথা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। মানে...ভারতের রাষ্ট্রপতি তিনি একজন দর্শক হিসাবে এই কথা আমাকে বলছেন...আমি আনন্দে বিহ্বল হয়ে ওঁকে পাল্টা বলে উঠেছিলাম, ‘স্যার, আমার জন্যেই যদি আপনি দু’দুবার এই ছবি দেখে থাকেন তাহলে এই আনন্দে আমার সঙ্গে একবার হাত মেলাবেন কি? হেসে উঠে আমার বাড়ানো হাত ধরে পাল্টা চাপ দিয়েছিলেন তিনি...সেই ছবি আজও সযত্নে নিজের কাছে রেখে দিয়েছি আমি।”