শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

Tollywood

Tollywood: ১৩ বার ‘ব্যোমকেশ’ হয়েছি, নতুন করে দেওয়ার মতো আর কিচ্ছু নেই: অনির্বাণ

Tollywood: ১৩ বার ‘ব্যোমকেশ’ হয়েছি, নতুন করে দেওয়ার মতো আর কিচ্ছু নেই: অনির্বাণ

নিজস্ব সংবাদদাতা | ১৭ অক্টোবর ২০২৩ ১০ : ২৫


নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের কথা ধার করে বলতে হয়, ষষ্ঠীর আগেই দশমীর বাজনা বাজিয়ে দিলেন অনির্বাণ ভট্টাচার্য। একদিকে, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালকের সিরিজ ‘দুর্গরহস্য’র পোস্টার উন্মোচন। তারপরেই ‘ব্যোমকেশ’ চরিত্র থেকে বিদায় ঘোষণায় অনির্বাণ ভট্টাচার্যের। শহরের পাঁচতারা হোটেলে একঝাঁক সংবাদমাধ্যমকে সাক্ষী রেখে সিরিজের ‘ব্যোমকেশ’ বললেন, ‘‘হইচই ওয়েব প্লাটফর্মে আটটি সিজনের ২০টি পর্বে মোট ১৩টি গল্প বলা হয়েছে। প্রত্যেকবার আমিই ব্যোমকেশ। সৃজিত মুখোপাধ্যায়ের দুর্গ রহস্য আমার শেষ অভিনয়। আর আমায় সত্যান্বেষীর চরিত্রে কেউ দেখতে পাবেন না’’। আজকাল টেলিভিশনের প্রশ্ন, অনির্বাণ কি তাহলে ‘ব্যোমকেশ’ পরিচালনা করবেন? নায়কের সবিনয় জবাব, সেটা পরের কথা। আপাতত, সিরিজটি নিয়ে তিনি বেশি আগ্রহী। সরাসরি না বললেও এ বিষয়ে হালকা আভাস পরিচালক-অভিনেতা ঘোষণার মধ্যেই দিয়েছেন। জানিয়েছেন, ‘ব্যোমকেশ’-এর ব্যাটন কার হাতে দেবেন সেই নিয়ে আলোচনা, চিন্তা-ভাবনা চলছে। প্রযোজক, পরিচালকের সঙ্গে। অনির্বাণ পরিচালনা না করলে এই ভাবনা কি তাঁর দ্বায়িত্বে পড়ে? এই ঘোষণার পরে স্বাভাবিক প্রশ্ন, কেন ‘ব্যোমকেশ’ আর না? আরও একবার সৃজিত উবাচ, ‘‘আমার অভিজ্ঞতায় সেরা ‘ব্যোমকেশ’ অনির্বাণ। ওকে আর এই ভূমিকায় দেখতে পাব না, শুনে খারাপ লাগছে। পাশাপাশি, সম্মান জানাচ্ছি ওর সিদ্ধান্তকে। ‘কেন ছাড়ছ না’ শোনার থেকে ‘কেন ছাড়ছ’ প্রশ্ন অনেক বেশি সম্মানের।’’ সেই রেশ ধরেই অনির্বাণের যুক্তি, ‘‘২০১৭ থেকে শুরু। ১৩টি গল্প ১৩ রকমের। প্রত্যেকবার নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আমার তরফ থেকে এই বিশেষ চরিত্রের অভিনেতা হিসেবে আর কিচ্ছু দেওয়ার নেই। তাই বিদায় নিচ্ছি।’’ প্রসঙ্গত, ‘ব্যোমকেশ’ নিয়ে এটাই সৃজিতের প্রথম এবং শেষ সিরিজ। শেষ কাজ বড়পর্দায় হলে বেশি খুশি হতেন? প্রশ্ন ছিল আজকাল টেলিভিশনের। এবার নায়ক অকপট, ‘‘শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ উপন্যাসের ব্যাপ্তি বড়পর্দায় তুলে ধরার মতোই। সৃজিতদাও একেকটি দৃশ্য পরিচালনা করতে করতে বলে উঠেছেন, ইসস! এই উপন্যাস যদি বড়পর্দায় দেখাতে পারতাম। দৃশ্যগুলো যেন বড়পর্দায় দেখানোর জন্য তৈরি।’’ তারপরেই নায়কের মত, সিরিজ হিসেবেও এই কাজ স্মরণীয় হয়ে থাকবে, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। একই সঙ্গে রসিকতা, ‘‘বড়পর্দায় হয়নি বলে আমার খুব আক্ষেপ নেই। কারণ, সৃজিতদার পরিচালনায় ‘দশম অবতার’-এও আমি আছি। এবারের পুজোয় বরং দুই মাধ্যমে জাঁকিয়ে আছি। এটা চট করে হয় না। আমি খুশি।’’ ঘোষণার আগে অবশ্য সিরিজের প্রচার সেরে নেন পরিচালক, ‘ব্যোমকেশ’ এবং ‘সত্যবতী’। সৃজিতের দাবি, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে ‘#অনমাইওনটার্মস’কে আঁকড়ে ধরে সিরিজটি বানিয়েছেন। মধ্যপ্রদেশে যখন তাঁরা শুট করেছেন তখন উত্তাপ ৪৭ ডিগ্রি। সিরিজ সম্পূর্ণ করার পর তাঁর মনে হয়েছে, সব কষ্ট সার্থক। সোহিনী সরকার এই প্রথম অনির্বাণের বিপরীতে ‘সত্যবতী’। বরাবর তিনি আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। সেই জুটিকে এগিয়ে রেখেই তাঁর বক্তব্য, ‘‘ব্যোমকেশ-সত্যবতীর নতুন এই জুটিকে দর্শক কতটা নেবেন? আর আমিই কেন সত্যবতী? সৃজিতদা ডাকার পরে এই দুটো প্রশ্ন তাঁকে করেছিলাম। পরিচালক জানিয়েছিলেন, সত্যবতী চরিত্রে তাঁর অভিনয় ভাল লেগেছে। তাই তিনি পরিচালকের পছন্দ।’’ এও জানিয়েছেন, রোজ ১০০ ধাপ সিঁড়ি ভেঙে উঠে শুট করতে হত। গরমে এই পরিশ্রম প্রাণান্তকর। কিন্তু যখনই বিপ্লব চট্টোপাধ্যায় বা দেবেশ রায়চৌধুরীর মতো প্রবীণ অভিনেতাদের হাসিমুখে সিঁড়ি ভাঙতে দেখতেন, আর কষ্ট হত না। একই সঙ্গে অনির্বাণের ‘ব্যোমকেশ’ চরিত্র থেকে বিদায় নেওয়া তাঁর মনকেও ভারাক্রান্ত করেছে। জুটি নিয়ে এই দ্বিধা কি অনির্বাণেরও ছিল? নিজস্ব ভঙ্গিতে দৃপ্ত জবাব তাঁর, ‘‘পরিচালকের আসনে যখন সৃজিতদা তখন দ্বিধার কোনও প্রশ্নই নেই।’’ একই সঙ্গে সোহিনীর সঙ্গে তাঁর বন্ধুত্ব অনেক দিনের। সেই রসায়নও অভিনয়ে ছাপ ফেলেছে। সৃজিতের দাবি, সব সেরা অভিনেতাদের নিয়ে কাজ করেছেন। দর্শকেরা একেবারে হতাশ হবেন না। পরিচালকের কথা ফুরোতেই আত্মবিশ্বাসী কণ্ঠে নায়কের আরও বক্তব্য, ১৯ অক্টোবর মুঠোফোনে মুক্তি পাচ্ছে হইচইয়ের সিরিজ ‘দুর্গরহস্য’। সেদিনই প্রমাণ হবে, অনির্বাণ-সোহিনী-রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নতুন ‘টিম ব্যোমকেশ’ যথেষ্ট ঝকঝকে।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Exclusive: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমদিনের শুটিংয়ে রাহুল মুখোপাধ্যায়, এসভিএফ-এর সিদ্ধান্তে পরিচালকের আসনেই দ...

Music: ভালবাসার রং ধরে রাখতে পারবে 'বকুল ফুলের মালা'? সৃজনে প্রলয় ও উৎস ...

Friday Web Platform: বছরভর থাকবে একগুচ্ছ ওয়েব সিরিজ, 'ফ্রাইডে'র তালিকায় রয়েছে সৃজিত থেকে অরিন্দম শীল, শ্রীলেখা...

Farah Khan: মাকে হারিয়ে শোকস্তব্ধ ফারাহ খান, সান্ত্বনা দিতে পাশে থাকলেন বান্ধবী রানী মুখার্জী ...

Dilip Kumar: দিলীপ কুমারের বাংলো ভেঙে তৈরি হল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, সুপারস্টারের শেষ স্মৃতি বিক্রি হল কত টাকায়? ...

Breaking: পরিচালক নয়,ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকাতেই থাকতে হবে রাহুল মুখোপাধ্যায়কে? কবে থেকে শুটিং? কী জানাল টলিউড ফ...

Ranojoy Bishnu: ‘সব মিথ্যে , যাঁরা বলছে তাঁরা মানুষ?’ প্রশ্ন তুলে রণজয়ের সতর্কবাণী 'এবার আইনি পদক্ষেপ করতে বাধ্য হব...

Exclusive : পরিচালনায় রাহুল থাকবেন নয়তো ইস্তফা দেবেন পরিচালকরা? ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মিটিংয়ে ফেডারেশনের বিরুদ্ধে...

Rahool Mukherjee: ‘ক্লাসের বাইরে শাস্তি’ পাওয়া পরিচালকের সমর্থনকারীদের একহাত নিলেন রাণা, জবাবে ‘শক্তিগড়ের ল্যাংচা’র কথা ...

Shafin Ahmed: স্তব্ধ হল ‘ফিরিয়ে দাও’, শ্রোতাদের ‘নিঃস্ব’ করে না ফেরার দেশে ‘মাইলস’খ্যাত সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ...

Rahool Mukherjee: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে কি উঠবে নিষেধাজ্ঞা না কি হস্তক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী? মুখ খুললেন...

Iman-Keshab: ডান্স ফ্লোরে আবার ঝড় তুলবে কেশব-ইমনের নতুন বাংলা গান, সঙ্গী কে থাকছেন জানেন?...

Tiger Vs Pathaan: সিদ্ধার্থের নির্দেশে লড়াইয়ের প্রস্তুতি শুরু ‘টাইগার’ ও ‘পাঠান’-এর? হইচই শুরু নেটপাড়ায়...

Shah Rukh Khan : মাদকাসক্ত ছিলেন প্রীতি জিন্টা? প্রকাশ্যে শাহরুখ কী বলেছিলেন অভিনেত্রীকে? ...

Uttam Kumar: উত্তমকুমার আজ থাকলে টলিপাড়ার এই বিরাট নায়কদের দেখে পালিয়ে যেতেন: বিপ্লব চট্টোপাধ্যায়...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া