সাপ এক সরীসৃপ জাতীয় প্রাণী। সেখানে বাকি সরীসৃপদের পা থাকে। তবে সাপের ক্ষেত্রে সেই পা থাকে না। তাহলে কেন সাপের ক্ষেত্রে এই ধরণের পরিবর্তন দেখা যায়।
2
8
এটা সাপেদের একটি বিবর্তনের কাহিনীর মধ্যে পড়ে থাকে। সৃষ্টির প্রথম দিনে সাপেদের পা ছিল। তবে কালের গর্ভে তারা ধীরে ধীরে বিলীন হয়ে গিয়েছে।
3
8
সাপের পা তারা নিজেরাই বিলুপ্ত করে দিয়েছে। ১০০ মিলিয়ন বছর আগে সাপের পা ছিল। তবে তারা বহু বছর ধরে সেই পায়ের ব্যবহার বন্ধ করে দেয়।
4
8
গাছে ওঠা থেকে শুরু করে রাস্তায় চলা সবই সাপেদের কাছে অতি সহজ একটি বিষয়। সেখানে সাপেরা মাটিতে ঘষে চলতেই বেশি পছন্দ করতে থাকে। ফলে ধীরে ধীরে তাদের পা কাজ করা বন্ধ করে দেয়।
5
8
বিজ্ঞানীরা মনে করছেন যদি কোনও প্রাণীর অঙ্গ দীর্ঘদিন ধরে কাজ না করে তাহলে সেটি ধীরে ধীরে তার দেহ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। সাপের ক্ষেত্রে সেটাই হয়েছে।
6
8
যদিও কয়েকটি প্রজাতির সাপের দেহে এখনও পা বর্তমান রয়েছে। তাদের দেহের এই অঙ্গকে তারা ব্যবহার করেন। আবার অনেকে এটিকে দেহের সঙ্গে বয়ে নিয়ে যান।
7
8
সাপেদের ডিএনএ বহু যুগ ধরে বিবর্তিত হয়েছে। ফলে তাদের পা তারা ব্যবহার না করার ফলে সেই অঙ্গ বিলুপ্তি ঘটেছে।
8
8
সরীসৃপ জাতীয় প্রাণীদের ডিএনএ থেকে সাপের ডিএনএ যথেষ্ট আলাদা। তার পায়ের ব্যবহার না করার ফলে তারা ধীরে ধীরে সেই অঙ্গটি থেকে বিলুপ্ত হয়েছে। সাপের পা ধীরে ধীরে হারিয়ে গিয়েছে কালের গর্ভে।