আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে এবার এআইকে ব্যবহার করা হবে। একে সীমান্ত নিরাপত্তা এবং ভারত-পাকিস্তান সীমান্তের পাহারার কাজে ব্যবহার করা হবে। এখানেই শেষ নয়, চিন-ভারত সীমান্তের নিরাপত্তার কাজেও ব্যবহার করা হবে এআইকে। ভারতীয় সেনার এই পদক্ষেপের ফলে নতুন করে ভারতের বিপক্ষ দেশগুলি সমস্যায় পড়বে। 


দেশের নিরাপত্তার কাজে বহুদিন আগে থেকেই চালু করা হয়েছে এআইয়ের ব্যবহার। তবে এবার সাইবার নিরাপত্তার পাশাপাশি দেশের সীমান্তকে পাহারা দেবে এআই। এবার প্রশ্ন উঠতে পারে কীভাবে দেশকে নিরাপত্তা দেবে এআই। জানা গিয়েছে এবার থেকে ভারতের সীমান্ত রক্ষায় যে ড্রোনগুলি ব্যবহার করা হবে সেগুলিকে পরিচালনা করবে এআই। পাশাপাশি ডিজিটালভাবে যদি কেউ সীমান্ত সুরক্ষাকে হ্যাক করতে চায় তাকেও উপযুক্ত জবাব দেবে এআই।

 


দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে ২০২৫ সালকে তারা দেশের নিরাপত্তার একটি বিশেষ বছর হিসাবে মনে করছেন। ফলে ভারতীয় সেনাবাহিনীতে এআইকে বিশেষভাবে ব্যবহার করা হবে। জানা গিয়েছে সীমান্ত রক্ষার কাজে এআইকে ব্যবহারে সবথেকে বেশি জোর দেওয়া হবে। ফলে যদি সেখান দিয়ে ভারতের শত্রুরা আক্রমণ শানাতে চেষ্টা করে তাহলে তাদেরকে আগে এআইয়ের মুখোমুখি হতে হবে। তারপর ভারতীয় সেনাবাহিনীর সামনে আসবে তারা। যেকোনও ধরণের সাইবার হানা বা সীমান্ত সুরক্ষা নিয়ে তৈরি করা প্রতিপক্ষের ডিজিটাল অ্যারেস্টকে নষ্ট করে দিতে পারবে ভারত। 


ভারতের সমস্ত সীমান্তকে এবার এআইয়ের সহায়তা নিয়ে বিশেষভাবে শক্তিশালী করা হবে। সেখানে কোনও ধরণের আপোষ করা হবে না। যদি আগামীদিনে সাইবার হামলা নিয়ে যুদ্ধ শুরু হয় তাহলে সেথানেও ভারত অনেক এগিয়ে থেকেই শুরু করবে। ভারতের প্রতিবেশী দেশগুলি যেভাবে নিজেদের শক্তিবৃদ্ধি করেছে সেদিকে নজর রেখে সীমান্ত দিয়ে ভারত নিজের সুরক্ষা নিজেই করতে পারবে। 


এই কাজে বিশেষভাবে ব্যবহার করা হবে একটি টিমক। তারা গোটা বিষয়টি নিজেদের দেখভালে রাখবেন। এই টিমের সমস্ত সদস্যকে গোপনে রাখা হবে বলেই খবর। দেশের নিরাপত্তার দিকটি দেখার কাজে কোনও ধরণের আপোষ করা হবে না বলেই জানা গিয়েছে।