আজকাল ওয়েবডেস্ক: ভাইরাল হতেই বহুতলের ছাদের পাঁচিলে সন্তানকে বসিয়ে ভিডিও করলেন মা। সেই ভিডিও পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই পড়ে যায়। মহিলার দিকে ধেয়ে এল কটাক্ষের ঝড়।
সোশ্যাল মিডিয়ার জমানায় অনেকেই ভাইরাল হতে চান। সেই জন্যই প্রায়ই কেউ কেউ ঘটিয়ে ফেলেন বড়সড় কাণ্ড। এমনকি নিজের জীবনের বাজি রেখে ঝুঁকিপূর্ণ কনটেন্ট বানাতেও দু'বার ভাবেন না অনেকেই।
সেরকমই এক মহিলা নিজের রিলস বানিয়ে ভাইরাল হওয়ার ইচ্ছায় তাঁর সন্তানকে বিপদের মুখে ফেলে দিয়ে একটি ভিডিও বানান।ভিডিওটিতে দেখা যাচ্ছে, মা তাঁর সন্তানকে এক হাত দিয়ে ধরে বহুতলের ছাদের পাঁচিলে বসিয়ে রিলস বানাচ্ছেন। তাও রাস্তার ধারে মুখ করে। আরেক হাতে দিয়ে ফোন ধরে রেখেছেন। তাঁর এই ঝুঁকিপূর্ণ আচরণই মূলত নেটিজেনদের রাগের কারণ। ভিডিওর ক্যাপশনে শিশুটির হয়ে তিনি লিখেছেন, শুভসকাল সকলকে। আমি একজন পৃথিবীতে ঘুরে বেড়ানো সাহসি ছেলে এবং আমি মায়ের সঙ্গে ভিটামিন ডি নিয়ে থাকি।
ভিডিওটি পোস্ট করতেই সমাজমাধ্যমের ভাইরাল হয়ে যায়। যা দেখে নেটিজেনদের রীতিমতো চক্ষু চড়কগাছ। নেটপাড়ার ওই মহিলাকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করতেও বাদ রাখেননি কেউ।
