আজকাল ওয়েবডেস্ক: প্রথমার্ধে পাঞ্জাবের পাঁচ রক্ষণে আটকে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে লকগেট খোলে। তিন গোলই আসে বিরতির পর। ছয় গোল করে যৌথভাবে মোহনবাগানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন জেমি ম্যাকলারেন এবং শুভাশিস‌ বসু। তাঁকে ছাপিয়ে গেলেন ম্যাকলারেন। জোড়া গোলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের মোট গোল সংখ্যা আট। সতীর্থের সাফল্যে খুশি বাগান অধিনায়ক। জানান, প্রথমার্ধে পাঞ্জাবের পায়ের জঙ্গলে গোল পাওয়া সম্ভব হয়নি। বিরতির পর প্রথম গোলই ম্যাচের টার্নিং পয়েন্ট। শুভাশিস বলেন, 'স্ট্রাইকারদের কাজই গোল করা। আমি চাই ও আমার দ্বিগুণ গোল করুক এবং আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হোক। প্রথমার্ধে পাঞ্জাব পাঁচজন মিলে ডিফেন্ড করছিল। তাই আমাদের গোল পেতে সমস্যা হয়। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটা পাওয়ার পর ম্যাচ ওপেন হয়ে যায়।' 

মাঝে ১০ দিনের বিরতি। ১৫ ফেব্রুয়ারি কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। কিন্তু এই বিরতি ছন্দপতনের কারণ হবে না বলেই দাবি বাগান ডিফেন্ডারের। শুভাশিস বলেন, 'আমরা অনেকবার ব্রেক পেয়েছি। এই বিরতিতে প্লেয়াররা রিকোভার করতে পারবে। প্লেয়ারদের বিশ্রামের দরকার আছে। চোটমুক্ত হয়ে মাঠে নামতে পারবে সবাই। বেঞ্চ আরও বেশি শক্তিশালী হবে। দলের শক্তিও বাড়বে।' সতীর্থের সুরে সুর মেলান গ্রেগ স্টুয়ার্ট। পরের ম্যাচের আগে দশদিন সময় থাকায় ফুটবলারদের চারদিন ছুটি দিয়েছেন হোসে মোলিনা। স্কটিশ তারকাও মনে করেন, এই ব্রেকে ছন্দপতন হবে না। স্টুয়ার্ট বলেন, 'কিছুদিন ছুটি পাওয়ায় ভালই হবে। আমরা নিজেদের ব্যাটারি রিচার্জ করে নিতে পারব।' আগের বছর ১৩টি ক্লিনশিট ছিল মোহনবাগানের। এবার ১২টি হয়ে গেল। আরও চারটে ম্যাচে ক্লিনশিট রাখা লক্ষ্য শুভাশিসের। 

এদিন দ্বিতীয় গোলের পর সেলিব্রেশনে মাতেন স্টুয়ার্ট। কিন্তু পরে জানা যায় গোলটা লিস্টনের নামে দেওয়া হয়েছে। তাতে অবশ্য কোনও ভ্রুক্ষেপ নেই স্কটিশ স্ট্রাইকারের। জানিয়ে দিলেন, দলের জয়ই শেষ কথা। স্টুয়ার্ট বলেন, 'আমরা জানতাম আমাদের ধৈর্য ধরতে হবে। গোল আসবেই। দ্বিতীয়ার্ধে আমরা দেখিয়ে দিয়েছি। গোলটা লিস্টনের নয়, আমার। আমার পায়ে হালকা টাচ লেগেছে। কিন্তু আমি গোল করলাম না লিস্টন, সেটা বড় কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।  দলের জয়ই আসল।' ঘরের মাঠে টানা নয় জয়। টিমগেমকেই কৃতিত্ব দিলেন মোলিনা। ফুটবলারদের পাশাপাশি কৃতিত্ব দিলেন কোচিং স্টাফ এবং দলের সঙ্গে জড়িত বাকিদের।