আজকাল ওয়েবডেস্ক: যে করেই হোক বাড়াতে হবে শরীরী আবেদন। খোলামেলা পোশাকে উঁকিঝুঁকি দেবে উপচে পড়া যৌবন। নজর কাড়বে সকলের। সেই জন্য নিজেদের শরীরে ছুরি কাচি চালাতে পিছপা হন না মহিলারা। বিদেশের পাশাপাশি এ দেশের মহিলাদের মধ্যেও সেই ঝোঁক রয়েছে। কিন্তু বিনা অস্ত্রোপচারে দেহের সৌন্দর্য্য বৃদ্ধি এবং বক্ষযুগলের বৃদ্ধির চিকিৎসা ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। নিউ ইয়র্কের একটি ক্লিনিক সেই সুবিধা দিচ্ছে। মহিলারা কষ্টের হাত থেকে মুক্তি মেতে সেই নতুন বিকল্পের দিকে ঝুঁকছেন।
কসমেটিক সার্জারির মধ্যে এখন অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্লান্ট বা স্তন প্রতিস্থাপন। এতে প্রাণ হারানোর আশঙ্কাও থাকে। কিন্তু নিউ ইয়র্কের মিডটাউন মেড স্পা-তে বিনা অস্ত্রোপচারেও স্তন প্রতিস্থাপনের সুবিধা মিলছে। প্লেটলেট রিচ প্লাজমা (পিআরপি) থেরাপির মাধ্যমে এই চিকিৎসা করা হচ্ছে। একে 'ভ্যাম্পায়ার' স্তন প্রতিস্থাপনও বলা হচ্ছে।
২৯ বছর বয়সী ইনফ্লুয়েন্সার কেলসি সোলেস সম্প্রতি পিআরপি থেরাপি নিয়েছেন নিজের স্তনের আকার বৃদ্ধি করতে। তিনি বলেন, ''স্তনের আকার বৃদ্ধি করতে আমি নিজের শরীরে প্লাজমা নিয়েছি।'' গত ৩০ জানুয়ারি তিনি প্রথমবার প্লাজমা নেন। আরও তিন বার সেই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে। এর পরেই নিজের পছন্দসই স্তনের আকার পাবেন কেলসি।
মিডটাউন মেড স্পা ক্লিনিকের প্রতিষ্ঠাতা নোয়েল ভিয়েল্লা জানিয়েছেন, পিআরপি চুলের ট্রিটমেন্ট এবং ক্ষতস্থান সারাতে ব্যবহার করা হয়। এর মাধ্যমে স্তনের আকার বৃদ্ধিও করা যেতে পারে। তিনি আরও জানান, একবার দেহে প্রবেশ করলে গ্রাহকের দেহে নতুন কোলাজেন তৈরি হয়। দেহের ত্বকের জেল্লা ফিরে আসে।
এই পদ্ধতির জন্য খরচ প্রায় ৩,৮০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা)। রোগীর রক্ত থেকে প্লাজমা বার করে জেলির মতো পদার্থ তৈরি করা হয়। পরে তা গ্রাহকের স্তনে প্রবেশ করানো হয়। যদি এই পদ্ধতি কতটা সুরক্ষিত তা জানা নেই। বিশেষজ্ঞরা এ বিষয়ে এখনও কিছুই জানাননি।
