আজকাল ওয়েবডেস্ক: রোগীর অনুমতি ছাড়াই প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে নার্সের সঙ্গে অশালীন আচরণ। চিকিৎসকের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ। অভিযুক্ত প্লাস্টিক সার্জনের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে। ড. ডেভিড পিনকাস নামের ওই প্লাস্টিক সার্জনের বিরুদ্ধে ২০২১ সালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন এক রোগী। তাঁর অভিযোগ ছিল, অনুমতি ছাড়াই ড. ডেভিড তাঁর যোনির গঠন পরিবর্তন করেন। প্লাস্টিক সার্জারির পর তিনি রোগীকে জানিয়েছিলেন বিষয়টি। 

আরেক রোগী জানিয়েছেন, স্তণের আকার পরিবর্তনের সময়েও চিকিৎসক ভুল চিকিৎসা করেছিলেন। চিকিৎসায় গাফিলতির পাশাপাশি তাঁর বিরুদ্ধে হাসপাতালের কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। চিকিৎসকের এক প্রাক্তন সহকর্মীর অভিযোগ, হাসপাতালে তাঁর স্তণ ছুঁয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন। অন্যদিকে এক নার্সের ১৫ বছর বয়সি সন্তানের উদ্দেশে যৌন ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন। 

একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে চিকিৎসকের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক। জানিয়েছেন, সাত হাজারের বেশি রোগী তিনি দেখেছেন। সবক্ষেত্রেই পজিটিভ রিভিউ রয়েছে।