নেট বোলার থেকে ভারতের অন্যতম সেরা স্পিনারে পরিণত হওয়ার যাত্রায় বরুণ চক্রবর্তীর অগ্রগতি প্রশংসনীয়। গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি ২১টি উইকেট শিকার করেন এই পারফরম্যান্সের সুবাদে পার্পল ক্যাপ তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন বরুণ। ২০২৪-২৫ বিজয় হাজারে ট্রফিতে ১৮টি উইকেট দখল করেছেন তিনি। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৯টি উইকেট নিয়েছেন তারকা স্পিনার। ফলে, আসন্ন আইপিএলে কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনি।
2
4
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম প্রধান রিটেনশন হিসেবে জায়গা ধরে রেখেছেন রিঙ্কু সিং। ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করা হয়েছে তাঁকে। ২০১৮ সালে মাত্র ৮০ লক্ষ টাকায় কলকাতায় যোগ দিয়েছিলেন তিনি। গত কয়েক বছরে কেকেআরে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলেও ডাক পেয়েছেন তিনি। ২০২৪ মৌসুমে তিনি ১৬৮ রান সংগ্রহ করলেও ২০২৩ সালের বিধ্বংসী পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেননি তিনি। তবে এবারেও কেকেআর আশাবাদী, প্রয়োজনের মুহূর্তে রিঙ্কু আবারও ম্যাচ জেতানো ইনিংস খেলবেন।
3
4
২০২৪ আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে কেকেআরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। রিটেন না করলেও মেগা নিলামে তাঁকে দলে ফেরাতে ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে কলকাতা। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের বহুমুখী প্রতিভা তাঁকে দলে অপরিহার্য করে তুলেছে। ব্যাট হাতে ওপেনিং থেকে ফিনিশার হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম তিনি, পাশাপাশি তার মিডিয়াম পেস বোলিংও দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। বড় ম্যাচের চাপ সামলানোর দক্ষতা ও নকআউট ম্যাচে ধারাবাহিকভাবে হাফ-সেঞ্চুরি করার সামর্থ্য রয়েছে ভেঙ্কটেশের।
4
4
মিস্ট্রি স্পিনারকে ওপেন করতে নামিয়ে বড়সড় চমক দিয়েছিল কেকেআর। সেই থেকেই ওপেনে জায়গা পাকা হয়ে গিয়েছে সুনীল নারিনের। শুরুতে বিস্ফোরক ইনিংস চাপ কমিয়ে দেয় মিডল অর্ডারের। ৩৬ বছর বয়সী নারিন ২০২৪ মরশুমে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছেন। ১৮০.৭৪ স্ট্রাইক রেটে ৪৮৮ রান সংগ্রহ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে একটি শতরানও। বল হাতে গতবার নারিন নিয়েছেন ১৭ উইকেট। কোনও ম্যাচে উইকেট না এলেও পরপর ডট বল চাপে ফেলে দেয় প্রতিপক্ষকে। এবারও তাঁর অলরাউন্ড দক্ষতা কাজে লাগিয়ে বড় সাফল্যের আশায় কেকেআর।