বেলজিকা আন্টার্কটিকা নামের এই কীট এমন একটি প্রাণী যে এখানকার শীতের পরিবেশেও নিজেকে বাঁচিয়ে রেখেছে। বরফের মাত্রা যত বেশি হোক না কেন এটি ঠিক বেঁচে থাকে।
2
8
তবে আকারে এই কীট খুব ছোটো। এটি উড়তে পারে না। ০.২ ইঞ্চি এর দৈর্ঘ্য। অন্যভাবে বলতে হলে ৫ মিলিমিটার। পৃথিবীর সবথেকে বেশি শীতে এরা নিজেদের অতি সহজে বাঁচিয়ে রেখেছে।
3
8
ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কীটকে আবিষ্কার করেছেন। খবরটি প্রকাশিত করেছে ডিসকভারি ম্যাগাজিন। তারা নিজেরাই অবাক হয়েছে এই কীটের কারসাজি দেখে।
4
8
এই কীট বহু মিলিয়ন বছর ধরে নিজেকে কঠিন শীতে বাঁচিয়ে রেখেছে। তারা বরফকেই খাদ্য হিসাবে বেছে নিয়েছে। আকারে ছোটো হলেও এদের দেহটি কঠিন। ফলে বরফ সেখানে প্রভাব ফেলতে পারে না।
5
8
গরমের কাছে এলে এই কীটরা নষ্ট হয়ে যাবে। তাই তারা শীতল পরিবেশে নিজেদেরকে সেভাবে তৈরি করে নিয়েছে।
6
8
আন্টার্কটিকাতে অন্য প্রাণী থাকলেও তারা আকারে অনেকটা বড়। তবে এত ছোটো প্রাণী কীভাবে এখানে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেটাই সবথেকে বড় প্রশ্ন বিজ্ঞানীদের কাছে।
7
8
যেটা জানা গিয়ছে এই ছোটো কীটরা বরফকেই নিজেদের ঘর হিসাবে তৈরি করেছে। সেখানই তারা নিজেদের বরফের ঘর তৈরি করেছে। এরপর সেখান থেকেই তারা বংশবৃদ্ধি করে।
8
8
সবথেকে অবার করা বিষয় হল এই কীটরা যদি খাবার না পায় তাহলে তারা নিজেদের বংশকেই খেতে শুরু করে। ফলে যদি বহু বছর ধরে এরা বরফের নিচে থাকে তাহলেও এদের বিশেষ অসুবিধা হবে না।