আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন রোহিত শর্মা। আর কয়েক মাস তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তার পরে যেন নতুন ক্যাপ্টেন খুঁজে নেওয়া হয়। জাতীয় দলকে আর নেতৃত্ব দিতে চান না হিটম্যান। নতুন ক্যাপ্টেন খুঁজে নেওয়ার জন্য বোর্ডকে সময়ও দেন তিনি।
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে শোচনীয় ফলাফলের পরে শনিবার ছিল রিভিউ মিটিং। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন চিফ সিলেক্টর অজিত আগরকর, বোর্ডের শীর্ষকর্তারা। উপস্থিত ছিলেন গৌতম গম্ভীরও। সেখানেই রোহিত জানিয়ে দেন, তিনি আর কয়েক মাস ভারতীয় দলের নেতা হিসেবে রয়েছেন। এর পরে যেন নতুন অধিনায়ক খুঁজে নেওয়া হয়।
আলোচনায় পরবর্তী ক্যাপ্টেন হিসেবে বুমরার নাম ওঠে। তবে ভারত অধিনায়ক হিসেবে বুমরাকে নিয়ে অনেকেই সন্দিহান। এমনটাই খবর দৈনিক জাগরণের।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার পরই আইপিএল। আইপিএলের পরেই রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কি হিটম্যানকে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে, তা এখনও পরিষ্কার নয়। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টা হয়তো পরিষ্কার হয়ে যাবে। তবে প্রতিবেদনের খবর অনুযায়ী রোহিত আর নেতৃত্বে থাকতে চাইছেন না।
