শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ জানুয়ারী ২০২৫ ১৯ : ১১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিএসএফ নিষ্ক্রিয়। সীমান্তে নজরদারি ঠিকমতো হচ্ছে না। সেই সুযোগে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় ভূখণ্ডে। অভিযোগ জানিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার আবেদনও করেছেন।
গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। অভিযোগ, বাংলাদেশে অশান্তির পর থেকে চোরাপথে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যরা ভারতীয় সীমানায় ঢুকে পড়ছে। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে বনগাঁর কলমবাগান এলাকা থেকেও সন্দেহভাজন তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ওই যুবকদের সঙ্গে অস্ট্রেলিয়া যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
পেট্রাপোল সীমান্ত লাগোয়া বনগাঁ শহরে বিভিন্ন ছদ্মবেশে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে বলে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। কলমবাগান থেকে তিন সন্দেহভাজন যুবক গ্রেপ্তার হওয়ার পর প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। গোপালের অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারিতে খামতি রয়েছে। সে কারণেই অনুপ্রবেশ বাড়ছে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থেকে বাগদার সিন্দ্রাণী পর্যন্ত ৯২ কিলোমিটার বাংলাদেশ সীমানা রয়েছে। বর্ডার আউটপোস্ট রয়েছে ৩৯টি। দীর্ঘ সীমান্ত এলাকা নজরদারির জন্য পর্যাপ্ত সংখ্যক বিএসএফ কর্মী নেই। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত এলাকায় আলোর ব্যবস্থাও তেমন নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে রাতের অন্ধকারে চোরাপথে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে অপরাধমূলক কাজকর্ম করে আবার রাতেই সে দেশে ফিরে যাচ্ছে। কিন্তু বিএসএফ কিছু করতে পারছে না বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বনগাঁর পুরপ্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, 'বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি ঠিকঠাক হচ্ছে না। আর তার অনিবার্য পরিণতিতে রাতের অন্ধকারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। কয়েকটি ঘটনায় তা প্রমাণিত হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করার জন্য আমি চিঠি পাঠিয়েছি।' মুখ্যমন্ত্রীর পাশাপাশি বনগাঁ পুরপ্রধান রাজ্যের মুখ্যসচিব ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা